সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: বন্ধ ঘরের ভিতর থেকে এক আইনজীবীর পচা গলা দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য পড়লো । গত বৃহস্পতিবার মৃত ওই আইনজীবীর দেহ উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ। ওই আইনজীবীর নাম কৌশিক দে বলে জানা গিয়েছে। তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী ছিলেন। এদিন তার মৃত্যুর খবরে মর্মাহত হয়ে পড়েন তার সহকর্মী আইনজীবীরা। অনেকেই ছুটে যান তার বাড়িতে। পুলিশ এসে তার দেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি হরিদেবপুর থানা এলাকার কালিতলা এলাকায়। সেখানকার একটি আবাসনে একাই থাকতেন তিনি। পরিবারে তার কেউ ছিল না। বছর আগে তার বাবা মারা যান।
তারপর থেকে ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। শারীরিক কিছু প্রতিবন্ধকতা ছিল তার। তা সত্বেও তিনি নিয়মিত হাইকোর্টে আসতেন। কিন্তু গত দশ দিন হাইকোর্টে আসেননি তিনি। তাকে ফোনেও পাননি সহকর্মিরা। এরপরই তার খোঁজ নিতে আবাসনে যান কয়েক জন আইনজীবী। সেখানে দেখা যায়, ঘরের ভিতর থেকে দরজা বন্ধ রয়েছে। পচা দুর্গন্ধ বের হচ্ছে। খবর দেওয়া হয় পুলিশে। পড়শীরা জানাচ্ছেন, দিন পাঁচেক আগে তাকে পাড়ার খেলার মাঠে শেষ বার দেখা গিয়েছিল। তারপর তাকে আর দেখা যায়নি। পুলিশের অনুমান, তিন চার দিন আগে মৃত্যু হয়েছে তার। কলকাতা হাইকোর্টের আইনজীবী মুকুল বিশ্বাস, সিটি সেশন কোর্টের আইনজীবী অলোক কুমার দাস জানাচ্ছেন, -’ খেলা ধুলা ভালো বসতেন কৌশিক। তবে শেষ দিকে একটু আর্থিক সমস্যা দেখা দিয়েছিল তার’। আইনজীবী ডেভিড ফ্রান্সিস জানান, -’ ওকে সবাই খুব ভালোবাসতো। এভাবে ও চলে যাবে আমরা ভাবতেও পারছি না। খবর পাওয়ার পর থেকে মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct