আপনজন ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনকে নবম-দশমের নতুন নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি চলে। তাতে নির্দেশ দেওয়া হয়, এসএসসি’কে ফের মেধাতালিকা প্রকাশ করতে হবে, প্রতিটি প্রার্থীর নাম ও প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হবে । যাদের অতিরিক্ত প্রার্থী হিসেবে ডাকা হয়েছে তাদেরও তথ্য দিতে হবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, যাদের ডাকা হয় তাদের নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছে কিনা তাও জানাতে হবে। :শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসএসসি সংক্রান্ত মামলার শুনানি চলে। এসএসসি’কে ফের মেধাতালিকা প্রকাশ করতে হবে, প্রতিটি প্রার্থীর নাম ও প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হবে । যাদের অতিরিক্ত প্রার্থী হিসেবে ডাকা হয়েছে তাঁদেরও তথ্য দিতে হবে। পাশাপাশি আদালতের এও নির্দেশ -, ‘যাদের ডাকা হয়েছিল তাদের নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হয়েছে কিনা? সেটা বলতে হবে রিপোর্ট পেশে’। এসএসসির নবম-দশমের নতুন নিয়োগ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ‘নির্দিষ্ট অনুপাতের বাইরে অতিরিক্ত কাদের ডাকা হয়েছিল ইন্টারভিউতে ?’, এই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি। ‘এই অতিরিক্ত প্রার্থীদের মধ্যে কারা নিয়োগের সুপারিশপত্র পেয়েছেন ?’ এদিন মেধাতালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী ১৬ অগাস্টের মধ্যে মেধাতালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। ‘নতুন তালিকা প্রকাশ এবং আদালতের নির্দেশ পালনের জন্য’, ‘সিবিআই এবং এনআইসি-র উপস্থিতিতে ডেটা রুম খুলতে পারবে এসএসসি’। ‘নবম দশমের যে বিস্তারিত মেধাতালিকা এসএসসি প্রকাশ করেছে’, ‘সেখানে যে তথ্য বিকৃতির অভিযোগ উঠেছে’, ‘তার প্রেক্ষিতে ১৬ অগাস্টের মধ্যে হলফনামা জমা দেব এসএসসি’, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির।আগামী ১৬ অগাস্টের মধ্যে এই তথ্য জানাতে হবে আদালতকে।
আগামী ১৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানিয়েছে, ‘এসএসসি ডেটা রুম শর্তসাপেক্ষে খোলা যেতে পারে, তবে সিবিআই এবং এনআইসি’র উপস্থিতিতে’। অভিযোগ উঠেছে, ২০১৬ এসএলএসটি এর আইন ভেঙে অতিরিক্ত সংখ্যক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছিল। তবে এই প্রেক্ষিতে নয়া নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ডেটা রুম এখনই এসএসসির হতে তুলে দেওয়া যাবে না। তবে আদালতের নির্দেশ থাকলে সিবিআই ও এনআইসি প্রতিনিধিদের উপস্থিতিতে ডেটা রুম ব্যবহার করা যাবে। কিন্তু ৩ দিনের বেশি সে কাজের জন্য তাদের বরাদ্দ করা যাবে না। এদিকে, কম নম্বর পাওয়া সত্বেও বিশ্বজিত্ বিশ্বাসকে নিয়োগ দেওয়া হয়েছে কেন? এর কারণ ব্যাখ্যা করে হলফনামা দিতে হবে ১৬ আগস্টের মধ্যে, নির্দেশ আদালতের।শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডি ইতিমধ্যেই দু দফায় নগদ ৫০ কোটির বেশি টাকা, প্রচুর সোনার গহনা সহ জমি - জায়গা - বাড়ির সন্ধান পেয়েছে। রাজ্য রাজনীতি তো বটেই সর্বভারতীয় ক্ষেত্রে তা আলোড়ন পড়ে গেছে। যাঁর নির্দেশ অনুযায়ী শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই - ইডি যৌথভাবে তদন্ত চালাচ্ছে, সেই বিচারপতির এজলাসে গত বৃহস্পতিবার শিক্ষক নিয়োগে আরও একটি বেনিয়মের অভিযোগ নিয়ে মামলা নথিভুক্ত হয় শুক্রবার দুপুরে এই মামলার শুনানি চলে। নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে ফের দুর্নীতির অভিযোগ উঠেছে। ফের নতুন মামলা দাখিল হয়েছে কলকাতা হাইকোর্টে।গত ১৪ জুলাই স্কুল সার্ভিস কমিশনের তরফে নবম-দশম শ্রেণীর পরীক্ষার নম্বর বিভাজন সহ মেধাতালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা নিয়েই আপত্তি তোলা হয়েছে চাকরিপ্রার্থীদের একাংশের তরফে ।অভিযোগ, সংরক্ষণ নিয়ম এই মেধাতালিকায় মানা হয়নি। মেধাতালিকার বাইরে থেকেও চাকরি দেওয়া হয়েছে বলে মামলাকারীদের অভিযোগ। দুর্নীতির অভিযোগ নিয়ে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই মামলা গ্রহণের অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct