নিজস্ব প্রতিনিধি, নদিয়া, আপনজন: নদীয়ার চাকদহ রামলাল একাডেমী (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ে আগামী ৩০ জুলাই’ ২০২২ তারিখ ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটি এবং চাকদহ রামলাল একাডেমীর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে ‘গণিত মেলা-২০২২’। পশ্চিমবঙ্গের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে এই গণিত মেলা। এতে থাকছে গণিতের ওপর ওয়ার্কশপ, পোস্টার প্রতিযোগিতা, মডেল প্রতিযোগিতা, আলোচনা সভা , বক্তৃতা এবং কুইজ। আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. রিপন পাল জানালেন, ‘ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক পড়ুয়া রেজিস্ট্রেশন পর্ব সম্পন্ন করেছে। আরো ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই গণিত মেল-২০২২ -এ উপস্থিত থাকছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ-শিক্ষক এবং সহশিক্ষিকা বৃন্দ। এই মেলা উপলক্ষে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী অঞ্জয় কুমার শাসমল এবং তার স্ত্রী বিদ্যুত্ লতা শাসমল-এর আর্থিক আনুকূল্যে একটি স্মার্টরুম চাকদহ রামলাল একাডেমীকে দান করবেন এবং এই স্মার্ট রুমের দ্বার উন্মোচন করবেন এই গণিত মেলার কো-অর্ডিনেটর এবং ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটির সহকারী সম্পাদক ডক্টর পার্থ কর্মকার মহাশয়। ডক্টর পার্থ কর্মকার, জয়েন্ট ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন, উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এডভাইজার এট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং প্রাক্তন ডেপুটি সেক্রেটারি (একাডেমিক), পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।’’ ডক্টর পার্থ কর্মকার জানালেন, “ছাত্র ছাত্রীদের উত্সাহ চোখে পড়ার মতো। আশরাখি গণিতের ভীতি দূর করে পড়ুয়ারা এই ধরনের উদ্যোগের মধ্যমে এই বিষয়টি অনেক কাছের করে নিতে পারবে। এই ধরনের অনুষ্ঠান করার জন্য নদীয়ার চাকদহ রামলাল একাডেমী (উচ্চ মাধ্যমিক) কর্তৃপক্ষের ডাকে সাড়া দিয়ে আমরা এসেছি। ধান্যবাদ জানাই বিদ্যালয় কর্তৃপক্ষকে।“
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct