অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দ্রুত প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে শামিল চাকুরী প্রার্থীরা। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে অবস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতরের সামনে বিক্ষোভ কমিটিতে সামিল হন চাকুরি প্রার্থীরা। ২০১৪-প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেট একতা মঞ্চের তরফে এদিন ডিপিএসসি’র চেয়ারম্যানের অফিসের সামনে থালা ও রুটি হাতে নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন চাকুরি প্রার্থীরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো দ্রুত তাঁদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। তাঁদের দাবি মানা না হলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিন হবেন বলেই জানিয়েছেন চাকুরী প্রার্থীরা। অন্যদিকে, চাকুরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ডিপিএসসির চেয়ারম্যানের দফতর চত্বরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।
এ বিষয়ে এক চাকুরী প্রার্থী জানান, আজকে আমরা শুধুই আন্দোলন করছি না, বিগত দেড় বছর ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। ২০২০ সালে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন প্রাইমারিতে প্রশিক্ষিত টেপ পাস ক্যান্ডিডেট রয়েছে কুড়ি হাজার। এরমধ্যে প্রথমে ১৬ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হবে। বাকিদের পরবর্তী ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু পরবর্তীতে যে ১৬৫০০ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেই নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে। যা বর্তমানে প্রমাণিত। যার ফলে বঞ্চিত হয়েছে আমরা। মেধা তালিকায় প্রথম দিকে থাকা সত্ত্বেও আমরা শিক্ষকতার সুযোগ পাইনি। অথচ মেতালিকা না থাকা সত্ত্বেও অনেকেই চাকুরী পেয়েছে। আমাদের দাবি আমরা যেহেতু বঞ্চিত হয়েছি তাই যে পদ গুলো খালি রয়েছে সেগুলোতে অতিসত্বর নিয়োগ করা হোক আমাদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct