নাজিম আক্তার, চাঁচল, আপনজন: প্রায় পাঁচ মাস পর লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো মালদহের চাঁচল থানার পুলিশ।নগদ টাকা সহ ছিনতাই দলের এক পান্ডাকেও গ্রেফতার করেছে পুলিশ বলে খবর। ধৃতকে থানায় নিয়ে আসার পর তিনদিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে বুধবার চাঁচল মহকুমা আদালতে পেশ করে চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম সঞ্জয় সিংহ(৪৭)। বাড়ি জলপাইগুড়ি জেলার ফাটাপুকুর এলাকায়। পুলিশি জেরায় ছিনতাইয়ের ঘটনা জানিয়েছে ধৃত ব্যক্তি। ধৃতর কাছ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য,প্রায় পাঁচ সপ্তাহ আগে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিজের নির্মাণ সামগ্রীর দোকানে এসেছিলেন এক অবসর প্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল হোসেন। ব্যাগ রেখে দোকানের সাটার খুলতেই নিমেষের মধ্যে বাইকে ধাওয়া করে আসা দুস্কৃতিরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটেছিল চাঁচল সদরের পূর্ত দফতর অফিসের নিকটে। চাঁচল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষক অভিযোগ পেতেই নড়েচড়ে বসে চাঁচল থানার পুলিশ।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হন্য হয়ে ছিনতাইকারীদের তল্লাশিতে নামে চাঁচল থানার পুলিশ।নানারকম কৌশল ও ছদ্মবেশের ধারণও করতে হয়েছে পুলিশকে।তবে পরিশ্রমের সুফল পেল পুলিশ।বিশেষ সূত্র ধরে চাঁচলের বিহার সীমান্তের স্বরুপগঞ্জ নাকা পয়েন্টে সংলগ্ন এলাকায় ছিনতাই চক্রের এক পান্ডাকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে।তারসাথে আরোও কতিপয় যুবক জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct