সেক আনোয়ার হোসেন, কাঁথি, আপনজন: দিঘা যাওয়ার রাস্তায় মাছের ছড়াছড়ি দেখল কাঁথির মানুষজন।রাস্তার ওপর ছড়িয়ে রয়েছে লক্ষাধিক টাকার মাছ। আর সেই মাছ কুড়িয়ে নিয়ে বাড়ির গেল সাধারণ পথচারী ও স্থানীয় মানুষজন।ঘটনাটি ঘটেছে দিঘা যাওয়ার রাস্তায় নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়কের ওপর।পৌষ মাস তো কারও সর্বনাশ! ঠিক এমনটাই ঘটল ২৭ জুলাই বুধবার।সেই মাছ কুড়োতে উত্সাহী হয় স্থানীয় জনতা ও সাধারণ পথচারীরা। ঘটনার প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, এদিন জাতীয় সড়ক হয়ে দিঘার দিক থেকে মাছ বোঝাই একটি ছোট ট্রাক দ্রুতগতিতে মেছেদার দিকে আসছিল।কিন্তু হঠাত্ করেই ট্রাকের পেছনের একটি টায়ার ফেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। উল্টে পড়ে জাতীয় সড়কের ওপর। গাড়ির ড্রাইভার ও হেল্পার প্রাণে বাঁচলেও,মাছ রাস্তার ওপর,মাছের গাড়ির দুর্ঘটনায় ১১৬ বি জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।পরে কাঁথি থানার পুলিশ এসে রাস্তার উপর পড়ে থাকা মাছ ও ট্রাকটিকে সরিয়ে নিয়ে যানজট মুক্ত করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct