অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বিভিন্ন ফ্ল্যাট থেকে ইডির টাকা উদ্ধারের ঘটনার মাঝেই বংশীহারী থানার পুলিশের উদ্ধার করল বেশ কয়েক লক্ষ টাকা। শিলিগুড়ির বিবেকানন্দ পল্লী থেকে প্রায় ৭ লাখ ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করলো বংশীহারী থানার পুলিশ। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বুনিয়াদপুর শহর জুড়ে। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ। জানা গিয়েছে, আবু তাহের রহমান বংশীহারী থানার বড়াইল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। অভিযোগ তার নিজের সন্তান ঈশান কারজাই(২০) গত ১৮ তারিখে বাড়ি থেকে ৯ লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায় শিলিগুড়িতে। এরপরই ঈশান কার্যায়ের বাবা আবু তাহের রহমান বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ছেলের বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতে বংশীহারী থানার পুলিশ তদন্তে নামে। এবং শিলিগুড়ির ভক্তিনগর থানার বিবেকানন্দ পল্লী এলাকা থেকে বংশীহারী থানার পুলিশ টাকা সহ অভিযুক্তকে আটক করে নিয়ে আসে এবং বৃহস্পতিবার বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলে। পাশাপাশি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বংশীহারী থানার পুলিশের তরফে। মূলত সৌখিন জীবন যাপনের জন্যই ঈশান তার বাবার অর্থ চুরি করে শিলিগুড়িতে পালিয়ে গিয়েছিল বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তার বান্ধবীর বিভিন্ন ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনার মাঝেই এই টাকা উদ্ধার কে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়ায় বুনিয়াদপুরে। পুরো বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করেন বংশীহারী থানার আইসি মনজিৎ সরকার।এ বিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানান, গত ২৩ তারিখে আমাদের কাছে আবু তাহের আহমেদ নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন তার নিজের ছেলে বাড়ি থেকে ৯ লাখ টাকা চুরি করে পালিয়ে গিয়েছে। সেই মতো আমরা তদন্ত শুরু করি। এসআই বিপ্লব দাস তদন্তভার নেন। এরপরই শিলিগুড়ি থেকে আমরা ওই ব্যক্তিকে আটক করি। তাকে আজকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct