সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: চোর ধরো, জেলে ভরো। সারা রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, সেই দুর্নীতিগ্রস্তদের শাস্তির দাবিতে এই স্লোগান দিয়ে কোতুলপুর বাজারে মিছিল করলো সিপিআইএম।ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কোতুলপুর লোকাল কমিটির সম্পাদক আসিফ আলি মল্লিক জানালেন, টেট, শিক্ষক নিয়োগের যে দুর্নীতি এবং আলিবাবা চল্লিশ চোরের গুহার মধ্যে থেকে যেভাবে হু হু করে টাকা বেড়ায়, ঠিক তেমন ভাবেই গত ২২ জুলাই পার্থ ঘনিষ্ট অর্পিতার বাড়ি থেকে যেভাবে টাকা পাওয়া গেছে তা নিয়েই তাঁদের প্রতিবাদ। এমনকি দুর্নীতি চলছে সারা রাজ্য জুড়ে তাতে পার্থ বলে নয় গোটা মন্ত্রী সভা এমনকী মাথাও এর সাথে জড়িত বলে মন্তব্য করলেন আসিফ আলি মল্লিক।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের পক্ষ থেকেই এই প্রতিবাদ মিছিল। তাঁদের এই মিছিল তাঁদের যে পার্টি অফিস, সেই অফিস এর সামনে থেকে শুরু করে কোতুলপুর সবজি বাজার হয়ে গরুহাটতলা নেতাজিমোড় হয়ে আবার এই পার্টি অফিসের সামনে এসেই শেষ হবে। সারা রাজ্যের যুব দের যে স্বপ্ন, তা নিয়ে সরকার চালিত গোটা মন্ত্রী সভায় যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে, তাতে সেই যুবদের পাশে এবং সাধারণ মানুষের পাশে থাকার যে প্রতিজ্ঞা তা নিয়েই এই মিছিল। এমনকি ভারতের যুব ও ছাত্র ফেডারেশন একত্রে যতদিন না গোটা মন্ত্রী সভাকে জেলে ভরা হবে ততদিন তাঁরা লড়াই করে যাবে, এমনটাই শোনা গেলো কোতুলপুর লোকাল কমিটির সম্পাদক আসিফ আলি মল্লিক এর কথায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct