সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পাকিস্তানের সুন্দরী মহিলার টোপে পড়ে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন বাঁকুড়ার কাঞ্চনপুরের বাসিন্দা ভারতীয় সেনা জওয়ান শান্তিময় রানা (২৪)। তিনি রাজস্থানের জয়পুরে পোস্টিং ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে খবর।তিনি বাঁকুড়া জেলার কাঞ্চনপুরের বাসিন্দা ২০১৮ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলেই তাঁর পরিবার সূত্রে খবর। তার বিরুদ্ধে যেটা অভিযোগ এক নারী এজেন্টের হানি ট্র্যাপে পড়ে, সেনাবাহিনীর বিভিন্ন গোপন তথ্য এবং ভিডিও তিনি শেয়ার করেছিলেন। সেনাবাহিনীর বিভিন্ন কৌশল গোপন দূতের কাছে পাঠানোর অভিযোগে সিআইডির বিশেষ একটি দল তাকে রাজস্থানেই গ্রেফতার করে। শান্তিময় বাবু এবং তার দাদা দুজনেই সেনাবাহিনীতে কর্তব্যরত। কিছুদিন আগে তারা দুইভাই বাড়িতে আসে, ছোটোভাই শান্তিময় ছুটি শেষ হয়ে যাওয়াতে সে ফের যোগ দেয় সেনাবাহিনীতে সেখানেই বাঁধে এই বিপত্তি এমনটাই তার পরিবার সূত্রে দাবী।
শান্তিময়ের দাদার ছুটি শেষ না হওয়াতে তিনি বাড়িতেই ছিলেন, ভাই- এর কর্মকান্ডের জন্য তাকে ডেকে পাঠানো তার ভাই এর কর্মস্থলে। শান্তিময়ের মা জানান অনেক কষ্টে অভাবের মধ্যে দুই ছেলেকে মানুষ করেছি, ওনার দাবী তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে। শান্তিময়ে বৌদি সোমা দেবীও জানান তার দেওরকে ফাঁসানো হয়েছে সে এই ধরনের কর্মকান্ডে যুক্ত নয়। শান্তিময় ছোট থেকে কেমন ছেলে ছিল সে বিষয়ে সে বিষয়ে তার পাড়ার কোন লোক সেভাবে কোন মুখ না খুলতে চাইলেও, স্থানীয় কাঞ্চনপুর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রীতিষ বাবু জানান, আমার শান্তি মায়ের মুখ ঠিকঠাক মনে না পড়লেও তার স্কুলের প্রাক্তনীর এই ঘটনার জন্য তাঁর খারাপ লাগছে। এখন শান্তিময় এর জন্য তার পরিবারে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আচ্ছন্ন অবস্থায় আছে তার পুরো পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct