আপনজন ডেস্ক: আগামী ২৪ ঘন্টা উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়বে কাল থেকে । আগমি দু তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং কিছুটা উত্তর দিনাজপুরে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে। ফলে দার্জিলিং ও কালিম্পং এ ভূমিধসের সম্ভাবনা ও উত্তরবঙ্গের নদীর জলস্তর আবারো বৃদ্ধি পাবে। চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা ।এই ভারী বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় দৃশ্যমানতাও কমবে। উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই।
দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। ৪৮ ঘন্টা পর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। শুধুমাত্র ৩১ তারিখ ও ১ তারিখ একটু বেশি বৃষ্টি হবে বীরভূম ,নদীয়া, নর্থ চব্বিশ পরগনা । ৩১তারিখ ও ১ তারিখ একটু বেশি বৃষ্টি হবে। কলকাতার ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো কলকাতা নেই। ৩১ তারিখ কলকাতায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct