সুব্রত রায়, কলকাতা, আপনজন: শুক্রবার বিকেলে ক্যামাক স্ট্রীটে অভিষেকের দপ্তরে এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়। আন্দোলনকারীরা মিটিং শেষে বেরিয়ে জানান,মিটিং ইতিবাচক। আশার আলো দেখছেন তারা। অভিষেক মন দিয়ে শুনেছেনতাদের কথা। সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। আগামী 8 আগস্ট বিকাশ ভবনে মিটিং হবে। উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসির চেয়ারম্যান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে শুক্রবার বিকেলে তারা ক্যামাক স্ট্রিটের অফিসে এসেছিলেন এসএসসি আন্দোলনকারীরা। অভিষেক বৃহস্পতিবারই তাঁদের সাক্ষাতের জন্য ডেকে পাঠিয়েছিলেন। তৃণমূলের সাংসদ বলেছিলেন তিনি তাঁর সামর্থ্য অনুযায়ী এসএসসি চাকরিপ্রার্থীদের সাহায্য করার চেষ্টা করবেন। অভিষেকের আমন্ত্রণ পেয়েই শুক্রবার অভিষেকর দফতরে পৌঁছে যান এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা। তবে আমন্ত্রণ না পেলেও অভিষেকের দফতরের বাইরে ভিড় করেন টেট পরীক্ষার্থীরাও। স্বচ্ছ নিয়োগের দাবিতে এঁরাও আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক হয় বেশ কিছু সময়। বৈঠক শেষে চাকরিপ্রার্থী শহীদুল্লাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বৈঠক ইতিবাচক হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক মানুষ তিনি সম্পূর্ণ বক্তব্য শুনেছেন এবং আশ্বস্ত করেছেন নিয়োগ হবেই।
চাকরি প্রার্থীদের সঙ্গে ফের ৮ অগাস্ট শিক্ষা দপ্তরে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকবেন এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে এই বৈঠকে আশ্বস্ত চাকরি প্রার্থীরা। তবে তারা কি আন্দোলন এখনই তুলে নিচ্ছেন সেই প্রসঙ্গে আন্দোলন রত শিক্ষকদের মন্তব্য তারা আলোচনা করে পরবর্তী আন্দোলনের ভবিষ্যৎ ঠিক করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct