নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ‘বেআইনি’ বহুতল নির্মাণ করতে গিয়ে সরকারি নথি, স্ট্যাম্প, আধিকারিকদের সই, এমনকি বিভিন্ন এগ্রিমেন্ট জাল করার অভিযোগ উঠেছিল বেলুড়ের এক প্রমোটারের বিরুদ্ধে। বেলুড় থানায় এই নিয়ে কয়েকদিন আগে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রমোটার মিলন রায়চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতকে হাওড়া সিজেএম আদালতে পেশ করা হয়। প্রসঙ্গত, বহুতল নির্মাণ করতে গিয়ে সরকারি নথি, স্ট্যাম্প, আধিকারিকদের সই, এমনকি বিভিন্ন এগ্রিমেন্ট জাল করার অভিযোগ উঠেছিল বেলুড়ের ওই প্রমোটারের বিরুদ্ধে। অভিযোগ, আদালতের জুডিশিয়াল আধিকারিকের সই ও স্ট্যাম্প জাল করে, বিভিন্ন সময়ে কন্ট্রাক্ট পেপার তৈরি করছিলেন ওই প্রমোটার। এই কাজে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল তাঁর ছেলের বিরুদ্ধেও।
সম্প্রতি তাঁরই প্রমোটারি সংস্থায় কর্মরত এক ঠিকাদার ঠিকাদার নিজে ‘প্রতারিত’ হয়ে তাঁর আইনজীবী মারফত জানতে পারেন তাঁকে দেওয়া চুক্তিপত্রটি জাল। চুক্তিপত্রে ব্যবহার করা আধিকারিকদের স্ট্যাম্প ও সই সবকিছুই জাল। এরপরেই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন ওই ঠিকাদার। বেলুড় থানায় সেইমর্মে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। হাওড়া পুলিশের কমিশনার, ডেপুটি কমিশনার নর্থ সহ বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই ঠিকাদার। লিখিত অভিযোগ দায়ের হয় বেলুড় থানাতেও। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত প্রমোটার। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সমস্ত অভিযোগই ভিত্তিহীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct