আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেকোনও সামরিক সংঘর্ষ ও পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে প্রস্তুত রয়েছে উত্তর কোরিয়া বলে হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উন। কোরীয় যুদ্ধ বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সংকটে সাড়া দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত। দেশটি সপ্তম পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেওয়ার মধ্যেই এ কথা বললেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা। ১৯৫০-৫৩ কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৬৯তম বার্ষিকীতে বুধবার (২৭ জুলাই) এক বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে কিম বলেন, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্বৈত আইন’ যা আমাদের সশস্ত্র বাহিনীর সমস্ত নিয়মিত কার্যক্রমকে উস্কানি ও হুমকি হিসেবে উপস্থাপন করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct