সুব্রত রায়, কলকাতা, আপনজন: এবার এসএসসি আন্দলনকারীর সঙ্গে সরাসরি যোগাযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন যুবরাজ অভিষেক। শুক্রবারই চাকরিপ্রার্থীদের ধর্নায় হাজির হতে পারেন অভিষেক। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নামঞ্চে স্বয়ং অভিষেক হাজির হয়ে মুখোমুখি কথা বলবেন বলে জানা গিয়েছে। ফোনে ইতিমধ্যেই আন্দোলনকারী নেতার সঙ্গে কথা হয়ে গিয়েছে অভিষেকের দফতরের। কিন্তু প্রশ্ন উঠছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এই চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে হঠাৎ কেন? রাজ্যের শিক্ষাব্যবস্থার এরূপ হালে শিক্ষামন্ত্রীর বদলে অভিষেক! এ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
সূত্রের খবর, অভিষেকের দফতরের সঙ্গে আন্দোলনকারী নেতা শহীদুল্লাহের কথা হয়েছে ফোনে। সেখানেই তাঁকে জানানো হয়েছে যে, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হাজির হতে পারেন ধর্নামঞ্চে। শুক্রবারই তাঁদের সঙ্গে কথা বলতে যাবেন অভিষেক। তবে এখনও অভিষেকের গান্ধী মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের সঙ্গে মুখোমুখি কথা বলা নিয়ে সন্দেহ রয়েছে। এখনও স্পষ্টভাবে জানা যাচ্ছে না আদৌ কি হাজির হবে সেখানে যুবরাজ! এই প্রশ্ন প্রসঙ্গেই অনেকে বলছেন চকরিপ্রার্থীদের সঙ্গে অন্য কোথাও দেখা করতে পারেন তিনি। অভিষেকের দফতরের সঙ্গে কথা বলে আন্দোলনকারী নেতা জানান, দীর্ঘদিনের দাবি তাঁদের নিশ্চয়ই জানেন অভিষেক। যোগ্যপ্রার্থী যাতে চাকরি পায় সে নিয়েই তাঁরা ধর্নামঞ্চে। তাঁরা আশাবাদী যে অভিষেকের পদার্পনে সমস্যার সমাধান হতে পারে। দীর্ঘদিনের এই আন্দোলনে অভিষেকের উপস্থিতি কি ইঙ্গিত দিচ্ছে? কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়! তবে কি মমতার পরেই অভিষেক হাল ধরতে চলেছেন দলের? শিক্ষামন্ত্রী নয়, স্বয়ং অভিষেক উপস্থিত হতে পারেন এই আন্দোলনে। দলের কোনও প্রবীন নেতাও নন, বরং যুবরাজই দলের হয়ে ময়দানে নেমে সমস্যার কথা শুনতে চলেছেন। এই পদক্ষেপ ঠিক কি রাজনৈতিক সংকেত দিচ্ছে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কিন্তু এটুকু নিশ্চিত যে এবার চাকরিপ্রার্থীদের এই আন্দোলন নিয়ে অভিষেকই দলের প্রতিনিধিত্ব করতে চলেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct