আপনজন ডেস্ক: বৃহস্পতিবার সকালে ট্যুইট করে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ দাবি তুলেছিলেন, অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অপসারিত করা হোক। সেইসঙ্গে বহিষ্কার করা হোক দল থেকেও। সেই দাবিতে সিলমোহর পড়ে গেল। দুপুরে মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে দলের বৈঠকের পর পার্থকে মহাসচিব পদ থেকেও সরিয়ে দিল তৃণমূল। শুধু মহাসচিব নয়, তৃণমূলে পার্থ চট্টোপাধ্যায়ের যে যে পদ ছিল সব পদ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দল। তৃণমূলের মহাসচিব, জাগো বাংলার সম্পাদক, জাতীয় কর্মসমিতির সদস্য এবং শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান—এই সব পদ থেকে পার্থকে সরিয়ে দিল তৃণমূল।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, এই তদন্ত প্রক্রিয়া যতদিন চলবে ততদিন পার্থ চট্টোপাধ্যায়ের বহিষ্কার বহাল থাকবে। তিনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে দলের দরজা তার জন্য খোলা থাকবে। অভিষেক আরও বলেন, শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রিসভা ও দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। যদিও তদন্ত কতদিন চলবে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। যদিও এই দল তৈরি হয়েছিল মানুষের জন্য। বিজেপির কাছে হার মানেনি এই দল। সাধারণ মানুষের সাথে অবিচার হলে আপস করি না। দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct