সম্প্রীতি মোল্লা , কলকাতা, আপনজন: রসিকা জৈন হত্যা মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল রাখলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । বৃহস্পতিবার অভিযুক্ত শ্বশুরবাড়ির আবেদন খারিজ করলো।কলকাতা হাইকোর্ট ।এদিন আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে সিট তদন্তের কাজ চালিয়ে যাবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার।প্রসঙ্গত , গত বছর ১৬ ফেব্রুয়ারি শ্বশুর বাড়ি ব নীচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় রসিকা জৈনের দেহ। এই রহস্যমৃত্যু নিয়ে নানান প্রশ্নচিহ্ন দেখা যায় । একপক্ষ মনে করে , -'আত্মহত্যা করেছেন রসিকা', আবার অন্যপক্ষ মনে করে -' রসিকা কে খুন করা হয়েছে'। রসিকার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ করেন নিহত পরিবারের সদস্যরা। আলিপুরের বিখ্যাত ব্যবসায়ী পরিবারের ছেলে কুশল আগরওয়ালের সঙ্গে রসিকা জৈনের বিয়ে হয়। রসিকার পরিবারের অভিযোগ , -' তাকে মানসিকভাবে অত্যাচার করত আগরওয়াল পরিবারের সদস্যরা। এমনকী নিয়মিত অত্যাচার করতেন স্বামী কুশলও। বিয়ের পর থেকেই এই অত্যাচার কুশল করত'। মত্ত অবস্থায় স্ত্রীকে নির্যাতন করতেন স্বামী কুশল এমনই অভিযোগ ওঠে। সেসময় রসিকা কে আত্মহত্যায় প্ররোচনা দেওযার অভিযোগ ওঠে আগরওয়াল পরিবারের বিরুদ্ধে। সেই অভিযোগের চাপেই ফের তদন্ত শুরু করে কলকাতা পুলিস।কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই সময়ে আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে একটি সিট গঠনের নির্দেশ দেয়। ঘটনার দেড় বছর পর সেই তদন্তের ভিত্তিতেই গ্রেফতার করা হয় কুশল আগরওয়ালকে।এদিন শ্বশুর বাড়ির আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, -' দময়ন্তী সেনের নেতৃত্বে গঠিত সিট-ই তদন্তের কাজ চালিয়ে যাবে'। রসিকা জৈন মৃত্যু মামলায় সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের সিঙ্গেল বেঞ্চ।সেই নির্দেশ এদিন বহাল রাখলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct