সেক আনোয়ার হোসেন, হলদিয়া, আপনজন: বুধবার সকাল ১০টায় হলদিয়া পুরসভার ১৫ ও ২৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “নানুর শহীদ দিবস” উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল মুক্তমঞ্চে। বিগত বছরগুলির ন্যায় এবছরও এই অনুষ্ঠানের মুখ্য আয়োজক ছিলেন পৌর পারিষদ সদস্য সেক আজিজুল রহমান ,তমলুক ব্লাড ব্যাংক,হলদিয়া মহকুমা ব্লাড ব্যাংক ও বি .সি রায় ব্লাড ব্যাংক এর চিকিৎসকগণ রক্ত সংগ্রহ করে,নানুর গণহত্যার ১১জন শহীদদের শহীদ বেদীতে মাল্যদান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই মুমূর্ষু ও থালাসেমিয়া রোগীদের প্রাণ বাঁচাতে রক্তদান শিবির ও চারা গাছ বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ঘটনার সূত্রপাত ২০০০ সালের ২৭শে জুলাই বীরভূম জেলার সুচপূরের নানুরে চার বিঘা জমিতে চাষের অধিকার নিয়ে সিপিআইএম কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের গন্ডগোল হয়। ১১ জন তৃণমূল সমর্থক খেতমজুরকে খুন করা হয়।এই সংঘাত সাম্প্রতিক কালের এক অন্যতম রাজনৈতিক সংঘাত।
ওই গণহত্যার পরে নানুরের বাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শহিদ বেদি তৈরী করে ‘শহীদ দিবস’পালনের আয়োজন করেন তখনকার বিরোধী নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২০১০ সালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে এই মৃতদের খুনের বিচার করাতে উদ্যোগী হন।এই গণহত্যার জন্য অপরাধী হিসেবে ৪৪ জন দোষী সাব্যস্ত হয় এবং যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হন। এই রায় খুবই ঐতিহাসিক।এই প্রথম বাংলায় কোনও গণহত্যায় এতজন দোষী সাব্যস্ত হয়।সেই থেকে ২৭ শে জুলাই দিনটি নানুর সহিদ দিবস হিসাবেই পালন করে তৃণমূল কংগ্রেস।জেলা সভাপতি তুষার কান্তি মন্ডল বলেন সবুজুআয়নের বার্তা দিতে প্রত্যেক রক্ত দাতাদের হাতে আমগাছের চারা দেওয়া হয়। প্রায় চার শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী রক্ত দান করে সংহতি বজায় রাখার জন্য। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজিজুল রহমান নেতৃত্বে আজকের এই শহীদ স্মরণ সভা।সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সভাপতি তুষার কান্তি মন্ডল, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল,হলদিয়া পৌরসভার ভাইস -চেয়ারম্যান নারায়ণ চন্দ্র প্রামাণিক,উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব রায় চৌধুরীএইচডিএ চেয়ারম্যান জোর্তিময় কর ,পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি,সুতাহাটার ব্লকের তৃণমূলের সভাপতি তুষার কান্তি মাইতি,শিবনাথ সরকার,অভিষেকদাস সহ-নেতৃত্ব এবং এলাকার কর্মীবৃন্দ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct