নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফর্সমেন্ট ডিরেক্টরেট।বছর ৭৫ এর কংগ্রেস সভানেত্রীকে দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসা বাদ করেন ইডির কর্তারা। তারই প্রতিবাদে মূলুত জঙ্গিপুর মহকুমা জাতীয় কংগ্রেস কমিটির আহবানে সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি। এই দিনের এই কর্মসূচি পালিত হয় জঙ্গিপুর মহকুমা শাসক অফিসের মূল গেটের সমুক্ষে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা জাতীয় কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান বাপ্পা সহ জাতীয় কংগ্রেসের অন্যান্য নেতা নেতৃত্ব ও কর্মী বৃন্দ্য। এইদিনের সত্যাগ্রহ আন্দোলনের মঞ্চ থেকে মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা বলেন মূল্য বৃদ্ধি, রান্নার গ্যাস, ঔষধ সহ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সর্বক্ষেত্রে জিএসটি বসানো চিনা আগ্রাসন, দেশের নবরত্ন, ব্যাংক বেঁচে দেওয়া থেকে দৃষ্টি ঘুরাতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে অযথা সোনিয়া গান্ধী কে ইডি দিয়ে হয়রানি। এবং মোদি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলিকে অপব্যাবহার করছে ও রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচকদের বিরুদ্ধে লাগাতার প্রতিহিংসা মুলক আচরণ করছে বলে দাবি করেন তিনি। এছাড়াও বলেন শুধু পার্থ নয় এবার জেলে যাবেন অন্যান্য নেতা-মন্ত্রীরাও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct