মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: খুব শীঘ্রই চালু হতে চলেছে বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন । এর ফলে বাঁকুড়া এবং হাওড়ার হয়ে কলকাতা যাওয়ার দূরত্ব অনেক কমে যাবে। ট্রেন চালুর কথা জানিয়েছেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা । ইন্টারসিটি এক্সপ্রেস বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওরা যাবে । দক্ষিণ দামোদর তথা বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষেরা এই পরিষেবার ফলে ব্যাপক উপকৃত হবে। কিছুদিন আগে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়া ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি করেছিলেন এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । এখানে ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা বাসুদেব আচারিয়া কে জানান যে খুব শীঘ্রই বাঁকুড়া ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া ট্রেন যাতায়াত করবে। এই খবর পাওয়ার পর বাঁকুড়া দামোদর রেলওয়ে রিভার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুপ্রকাশ সামন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন ।তিনি বলেন আমরা বহুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম যে শুধুমাত্র বাঁকুড়া মশাগ্রাম ট্রেন চালিয়ে সমস্যার সমাধান হবে না এই ট্রেন যতক্ষণ না হাওড়া যেতে পারবে ততক্ষণ পর্যন্ত যাত্রীদের কোনোরূপ সুরাহা হবে না। সুপ্রকাশ সামন্ত আরও বলেন আমরা আগে থেকেই খবর পেয়েছিলাম।
কোন বিশ্বস্ত শুতে খবর না থাকায় আমরা সেটা প্রচার করতে পারছিলাম না । আমাদের কাছে ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারের চিঠির কপি আসার পরই আমরা এটা প্রচার করছি। আগামীতে দক্ষিণ দামোদর তথা বাঁকুড়ার মানুষদের জন্য এর থেকে খুশির খবর আর হতে পারেনা । খুব শীঘ্রই বাঁকুড়া থেকে দক্ষিণ দামোদরের মানুষেরা সহজে কলকাতা যাতাজাত করতে পারবে। এখন একটি মাত্র ট্রেন চলবে হাওড়া পরবর্তী ক্ষেত্রে আরো ট্রেন বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct