আপনজন ডেস্ক: পাকিস্তানের উপনির্বাচনে বিপুল জয়ের পরেও আইনসভার ডেপুটি স্পিকারের বিতর্কিত রায়ে পাঞ্জাব প্রদেশের ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ। তবে, মঙ্গলবার রাতে দেশটির শীর্ষ আদালতের রায়ে দৃশ্যপট পাল্টে গেছে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাঞ্জাবের ডেপুটি স্পিকারের সেই বিতর্কিত রায়কে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। আর এতেই জনসংখ্যায় পাকিস্তানের সর্ববৃহৎ এই প্রদেশটির মসনদের দখল ফিরে পেয়েছে ইমরানের পিটিআই। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ডন।মঙ্গলবার রাতে ইমরানের দল পিটিআই সমর্থিত প্রার্থী পারভেজ ইলাহীকে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। এর ফলে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ছেলে হামজা শেহবাজ তার পদ হারিয়েছেন। মঙ্গলবার রাতে শীর্ষ আদালতের এমন সিদ্ধান্তের পর বুধবার সকালেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পারভেজ ইলাহী। এদিন সকালে রাজধানী ইসলামাবাদের আইওয়ান-ই-সদরে ইলাহীকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct