আজিজুর রহমান, গলসি, আপনজন: অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত গৃহবধুর নাম সুখী বিবি(১৯)। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার সিমলা গ্রামে।এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে ব্যাপক মারধর করে গ্রামবাসীরা। অভিযুক্ত স্বামীর নাম মোতালেব আলী (২২)।খবর পেয়ে এলাকায় সাত সকালে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত গ্রামবাসী হাত থেকে অভিযুক্ত স্বামী মোতালেবকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত সুখী বিবির শ্বশুর বাড়ির বাকিরা পলাতক বলে জানা গেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাংরুয়া গ্রামের বাসিন্দা সুখী বীবির সঙ্গে গত ছয় মাস আগে পার্শ্ববর্তী গ্রাম সিমলার বাসিন্দা মোতালেবের সঙ্গে বিয়ে হয়েছিল। মোতালেবরা চার ভাই এক বোন। সে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের কাজ করে। বিয়ের পর থেকেই সুখী এবং মোতালেবের মধ্যে মাঝেমধ্যে অশান্তি লেগে থাকত। মোতালেব ছিল নেশাখোর এবং অন্য নারীতে আসক্ত বলে জানাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা।
এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি দীর্ঘদিন ধরে। আর এই অশান্তির জেরেই সুখী বিবিকে মারধর করত মোতালেব। সুখী বিবি তিন মাসের অন্তঃসত্তা ছিল বলে জানা গেছে। সুখির পরিবারের লোকরা জানিয়েছে গতকাল রাত্রেও সুখী ফোন করে তাকে মারধর করা হয়েছিল বলে জানায়। তারপরে বুধবার সকালে জানা গেছে সুখী বিবিকে আজ সকালে মৃত অবস্থায় তার বাড়ির বিছানায় পাওয়া গিয়েছে। সুখির পরিবারের লোকরা জানিয়েছে মেয়ের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। এদিকে সাত সকালে সুখী বিবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে সিমলা গ্রামের মানুষজন। তারা মোতালেবের বাড়িতে হামলা চালায়। মোতালেবকে বাড়ির বাইরে এনে চলে ব্যাপক মারধোর। এলাকায় নেশাখোর এবং চরিত্রহীন বলে পরিচিত ছিল মোতালেব। তার বউয়ের এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ক্ষিপ্ত গ্রামবাসীর হাত থেকে অভিযুক্ত মোতালেবকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোতালেবের বাবা মা সহ বাকি অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ।ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।এদিকে সুখীর বাড়ির লোকেরা অভিযুক্ত সহ তার বাড়ির লোকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে এবং শাস্তির দাবি জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct