আপনজন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ২০২৪ সালের পর নিজেদের প্রত্যাহার করবে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ। তাঁর ভাষ্যমতে, গবেষণা চালিয়ে যেতে নিজস্ব মহাকাশ স্টেশন বানাবে রাশিয়া। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার একটি যৌথ প্রকল্প আইএসএস। ১৯৯৮ সাল থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তখন থেকে হাজার হাজার বৈজ্ঞানিক গবেষণা চালাতে ব্যবহার করা হয়েছে এ মহাকাশ স্টেশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct