এম মেহেদী সানি, হিন্দমোটর, আপনজন: কেন্দ্রের সরকার ব্রিটিশ রাজের চেয়েও বিপজ্জনক। আমি জানি না কীভাবে, তবে আমি বলতে পারি বিজেপি আর ক্ষমতায় আসবে না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তারা হেরে যাবে। তারা এটিও বুঝতে পেরেছিল এবং এই কারণেই তারা এখন জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করছে। তারা শিফট করার জন্য নতুন ভবন (সেন্ট্রাল ভিস্তা) নির্মাণের পরিকল্পনা করেছে। কিন্তু এটা তাদের রক্ষা করবে না। বুধবার হুগলি জেলার হিন্দমোটরে মেট্রো কোচ ফ্যাক্টরির উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে বলেন, ‘তিন-চারটে এজেন্সি দিয়ে সরকারকে জব্দ করা ছাড়া আর কোনও কাজ নেই। মহারাষ্ট্রে সরকার ভেঙেছে, ছত্তিসগড় ভাঙবে, ঝাড়খণ্ড ভাঙবে, বাংলাকে ভাঙবে। কিন্তু বাংলা ভাঙতে দেব না। বাংলা ভাঙতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়তে হবে, কুমিরের সঙ্গে লড়াই করতে হবে, বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহের সঙ্গে আগে লড়ো। বাংলাকে ভাঙতে গেলে হাতির সঙ্গে লড়ো।’
তিনি বলেন, ব্রিটিশ আমলে অনেক অত্যাচার ছিল কিন্তু এই অত্যাচার ছিল না। এমন আতঙ্কের পরিবেশ ছিল না। কেন্দ্রের সরকার ব্রিটিশ রাজের চেয়েও বিপজ্জনক। আগে বাচ্চারা ঘুমোলে মা গান গাইতো, ছেলে ঘুমোল পাড়া জুড়োল, বর্গি এল দেশে। এখন বাচ্চা ঘুমোলেও মা ডেকে তোলেন, ‘ছেলে ঘুমালো পাড়া জুড়ালো গব্বর এসেছে দেশে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ নইলে তোর জীবন যাবে শেষে’। এই হয়ে গেছে আজকে অবস্থা! গণমাধ্যমের ভূমিকার তীব্র সমালোচনা করে মমতা এদিন বলেন, ‘কাজ করলে ভুল হতেই পারে। কেউ যদি ভুল করে থাকে, তা যদি প্রমাণিত হয়, তাহলে তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। কিন্তু এখানে মিডিয়া ট্রায়াল চলছে। কোনও কিছু হওয়ার আগেই সংবাদমাধ্যম অনেক কিছু দেখিয়ে দিচ্ছে। বিচারক কিছু বলার আগেই মিডিয়া সবাইকে চোর বানিয়ে দিচ্ছে। তাদের মধ্যেও কিন্তু চোর আছে। ওরাও এখন অনেক কিছু করছে। অনেকেই দালালি করে খায়। তবে কেউ অন্যায় করলে সে শাস্তি পাবেই’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct