নিজস্ব সংবাদদাতা, কলকাতা, আপনজন: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করলো ইডি। বুধবার বেলা ১২ টায় ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল মানিক ভট্টাচার্যকে। তাকে বেশ কিছু নথি ও ব্যাঙ্কের ডিটেইলস সঙ্গে নিয়ে যেতে বলা হয়। নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছে যায় মানিক ভট্টাচার্য। ইডি আধিকারিকরা তাঁকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করে। প্রথম দফায় ৩ ঘন্টা এবং দ্বিতীয় দফায় ৪৫ মিনিট জেরা করা হয়। ইডি মূলত ২৬৯ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন করে।কার কথায় প্রথম তালিকা বাতিল করা হয়? দ্বিতীয় তালিকায় ১ নম্বর কেন বাড়ানো হল? কার কথায় বাড়ানো হয়েছিলো? তা জানতে চায় ইডির আধিকারিকরা। দুই দফার জিজ্ঞাসাবাদে মানিক ভট্টাচার্যের বয়ানে কোনো রকম অসঙ্গতি মেলে কিনা তা ক্ষতিয়ে দেখেছে ইডি। প্রসঙ্গত, ইডির সিজার লিস্টে নাম ছিল মানিক ভট্টাচার্যর।সেইজন্যই ম্যারাথন জেরার মুখে পাড়লেন তিনি। মানিলন্ডারিং কেসে প্রাক্তন শিক্ষা মন্ত্রী মানিকবাবুর কোনো যোগসাজশ রয়েছে কিনা তার চুলচেরা বিশ্লেষণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।২২ জুলাই রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল ইডি। ওই দিন মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে সিডি ও নথি তারা উদ্ধার করে। উদ্ধার হওয়া সিডির সূত্র ধরে বুধবার মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, তদন্তের গতিপ্রকৃতিতে মোড় আনতে আবারও তলব করা হতে পারে মানিক ভট্টাচার্যকে। তদন্তের খাতিরে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মানিক ভট্টাচার্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct