আপনজন ডেস্ক: মিশেল প্লাতিনি, জিনেদিন জিদান, করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পেদের জন্য ফুটবলের বিশ্বনন্দিত দেশ ফ্রান্স। এবার ক্রিকেটার হিসেবে বিশ্বে পরিচিতি পেলেন ফরাসি ব্যাটার গুস্তাভ ম্যাককেয়ন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান উপ-আঞ্চলিক বাছাইপর্ব টুর্নামেন্ট চলছে। সোমবার ফিনল্যান্ডের ভানতায় সুইজারল্যান্ডের মুখোমুখি হয় ফ্রান্স। সে ম্যাচেই বিশ্ব রেকর্ডটি গড়েন তরুণ ম্যাককেয়ন। সোমবার আগে ব্যাট করতে নেমে ৯ ছক্কা ও ৫ চারে ৬১ বলে ১০৯ রান তোলেন ম্যাককেয়ন। সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান এই ওপেনারের বয়স ১৮ বছর ২৮০ দিন। আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের হযরত উল্লাহ জাজাইয়ের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর ৩৩৭ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। বিশ্বরেকর্ড গড়ার সঙ্গে আরও একটি কীর্তির মালিক হয়েছেন ম্যাককেয়ন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো প্রথম ব্যাটার তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচেই বিশ্বরেকর্ড গড়লেন ম্যাককেয়ন। আগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তার। সে ম্যাচে ৫৪ বলে ৭৬ রান করেছিলেন তিনি। উপ-আঞ্চলিক বাছাইপর্বের টুর্নামেন্টটিতে ১৬১ স্ট্রাইকরেট এবং ৯২.৫০ গড়ে এরইমধ্যে ১৮৫ রান করে ফেলেছেন এই ব্যাটার। ম্যাককেয়নের ইতিহাসগড়া ইনিংসের পরও হেরেছে ফ্রান্স। আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৭ রান তোলে ফ্রান্স। রান তাড়ায় শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিল সুইজারল্যান্ডের। কাঙ্ক্ষিত রান সংগ্রহ করে ১ উইকেটের জয় নিশ্চিত করে সুইসরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct