নিজস্ব সংবাদদাতা, কলকাতা, আপনজন: হিন্দ মোটরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। সেই পদক্ষেপ নেবে রাজ্য সরকার। বুধবার হুগলি জেলার উত্তরপাড়ায় টিটাগড় ওয়াগন ফ্যাক্টারির এক অনুষ্ঠানে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান থেকে জানান, তিনি বর্ধমান থেকে ফেরার পথে দেখেছেন, হুগলিতে অনেক ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তবে এখনও অনেক জমি পড়ে রয়েছে। সেই জমিগুলো যেন ব্যবহার করা হয়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘একদিন বর্ধমান থেকে ফিরছিলাম। দেখলাম, হুগলির চারপাশে ইন্ডাস্ট্রি ভর্তি হয়ে গেছে। তবে এখনও যে জায়গাগুলো পড়ে আছে, সেগুলোকে কাজে লাগাও। প্রয়োজনে কোর্টে ফাইট করো। বলো আমরা বেকারদের চাকরি দিতে চাই। লাখ লাখ ছেলে-মেয়ের চাকরি হবে।’সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, কর্মসংস্থানে এগিয়ে বাংলা। রিপোর্ট বলছে, দেশে বেকারত্ব বেড়েছে ৪০%। অন্যদিকে, বাংলায় বেকারত্বের হার কমেছে ৪৫%।বাংলায় কর্মসংস্থান বেড়েছে। শুধু তাইই নয়, সামাজিক প্রকল্পে এগিয়ে বাংলা। তাছাড়া, বাংলায় ২০০টি ইণ্ড্রাস্টিয়াল পার্ক হয়েছে। রাজ্যের রাজস্ব বেড়েছে ৪গুণ। পাশাপাশি,হিন্দমোটরের জমি অধিগ্রহণের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।প্রয়োজনে আইন করে জমি অধিগ্রহণ করবে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, রাজ্য সরকার তিনটি ডেডিকেটেড করিডোর করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে লক্ষ লক্ষ ছেলে-মেয়ের চাকরি হবে। কমবে বেকারত্ব। তাঁর কথায়, ‘ডানকুনি কল্যাণী, ডানকুনি হলদিয়া, ডানকুনি রঘুনাথপুরে ডেডিকেটেড করিডোর হবে। তাহলে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া সেই করিডোরের সঙ্গে জুড়ে যাবে। স্থানীয় ছেলে-মেয়েরা চাকরি পাবে। লাখ লাখ জনের চাকরি হবে।’ মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, রাজ্যে ওয়াগান ফ্যাক্টারি, মেট্রো কোচ ছাড়াও ৭২ কোটি টাকা বিনিয়োগ হবে জঙ্গলমহল সুন্দরী প্রকল্পে। অন্যদিকে, দেউচা পাঁচামিতে যে প্রজেক্ট হচ্ছে সেখানে অনেকের চাকরি হবে। কমবে বিদ্যুতের দামও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct