নিজস্ব সংবাদদাতা, দিল্লি, আপনজন: মঙ্গলবারই রাজ্যসভার ১৯ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন।যার মধ্যে তৃণমূল কংগ্রেসের ৭ জন সাংসদ আছেন। বুধবার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাঁরা মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান। তৃণমূল কংগ্রেসের সাংসদদের হাতে দেখা যায় মুড়ির থালা। মুড়ি, নকুল দানা, দই,মিষ্টি সহ বিভিন্ন জিনিসে জিএসটি বসিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই বিরুদ্ধে প্রতিবাদ দেখান সাংসদরা। একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুড়ি হাতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল। বুধবার একইভাবে দিল্লিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সাংসদদের।তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে জানান, কেন্দ্রীয় সরকার চেয়েছিল আরএস বিরোধী দলগুলির সাসপেন্ড হওয়া ১৯ জন সাংসদ দুঃখ প্রকাশ করবেন। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারকে বলছি, মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা না করার জন্য সরকারের দুঃখ প্রকাশ করা উচিৎ। সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য বিরোধীদের দুঃখ প্রকাশ করার প্রশ্নই আসে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct