অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: রেলের আন্ডারপাসের জল নিকাশির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনায় চাঞ্চল্য ছাড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকার ঘটনা।জানা গিয়েছে, বেশ কয়দিনের বৃষ্টিতে প্রচুর জল জমেরয়েছে রেলের আন্ডারপাশে ।এলাকার মৌসূরী ,বুড়ি নগর ,ঠেঙ্গাপাড়া সহ বেশ কয়েটি গ্রামের মানুষ যাতায়াতের জন্য এই রেলের আন্ডারপাস ব্যবহার করেন। কিন্তু বৃষ্টির কারণে প্রচুর জল জমে থাকার কারণে যাতায়াতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের।অবিলম্বে জল নিকাশি ব্যবস্থার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় এলাকার মানুষজন। উল্লেখ্য, এলাকার মানুষের সুবিধার্থে রেলের পক্ষ থেকে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর এলাকায় আন্ডারপাস তৈরি করা হয়।গত দেড় মাস আগে উদ্বোধন করা হয় আন্ডারপাসটি।তবে বর্ষার শুরুতেই আন্ডারপাসে জল জমতে থাকায় সমস্যায় পড়েছে এলাকার মানুষজন।গত দুদিনের বৃষ্টিতে নন্দনপুর এলাকার আন্ডারপাসে জমে যায় হাঁটুজল।যার কারণে যাতায়াত করতে সমস্যায় পড়ে এলাকার মানুষজন।বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানিয়ে কোন সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এমতো অবস্থায় বিক্ষোভের সামিল হয় এলাকার মানুষজন। অবিলম্বে স্থায়ীভাবে জল নিকাশি ব্যবস্থার দাবিতে এদিন সরব হয় গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ। এই বিষয়ে এক এলাকাবাসী বলেন, এই আন্ডারপাসটি তৈরি সময় আমাদের যে সমস্ত কথা দেয়া হয়েছিল তার কোনটাই রাখা হয়নি। এদিকে বৃষ্টির কারণে এখানে প্রচুর জল জমে রয়েছে। এর ফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে আমাদের যাতায়াতের ক্ষেত্রে। আমাদের আন্দোলনের ফলে রেল কর্তৃপক্ষ এখানে এসে জল সেচের ব্যবস্থা করলেও আমরা এর স্থায়ী সমাধান চাই। আমাদের দাবি এখানে স্থায়ী জল নিকাশির ব্যবস্থা করা হোক। যাতে করে বৃষ্টি হলেও এখানে জল জমতে না পারে। আমাদের দাবি মানা না হলে আগামীতে আমরা আরও বৃহত্তর আন্দোলনের শামিল হব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct