মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: দেশের রাষ্ট্রপতি যখন একজন আদিবাসী মহিলা ঠিক সেই সময়ে সাঁওতালি ভাষায় সাহিত্য চর্চা ও নাটক লিখে বর্ধমানের কালনার রবিলালা টুডু বঙ্গভূষণ পুরস্কারে সম্মানিত হলেন। কালনার প্রত্যন্ত গ্রাম থেকে একেবারে বঙ্গভূষণ গোটা বর্ধমানে খুশির ছোঁয়া এনে দিয়েছে। নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিলালা টুডুকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেন। রবিলালা টুডু বলেন তার জীবনের সেরা পুরস্কার বঙ্গভূষণ। তিনি বলেন সাঁওতালি নাটক লিখে ও সাহিত্যচর্চার পুরস্কার হিসেবে তিনি এই বঙ্গভূষণ পুরস্কার পেলেন। এর আগে ঝাড়খন্ডের জামশেদপুরে তিনি সম্মানিত হয়েছিলেন। তার লেখা নাটক ‘ বীর বিরসা ‘ বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্যে মঞ্চস্থ হয়েছে । তার এই নাটক তাকে লাইম লাইটে নিয়ে আসে। তিনি অনেকদিন আগে থেকেই এই নাট্য চর্চা শুরু করেন। আদিবাসীদের দুঃখ্য যন্ত্রণা এবং সুখ দুঃখের কথা তার সাহিত্যে উঠে আসে। পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম সংকর মন্ডল রবিলালার এই সাফল্যে উচ্ছাস প্রকাশ করেছেন। তিনি বলেন রবিলালা টুডু গোটা পূর্ব বর্ধমানকে গর্বিত করল । আগামীতে নাট্য এবং সাহিত্য চর্চা করে বর্ধমানের আরো অনেক সম্মান এনে দেবেন। প্রসঙ্গত প্রাক্তন সরকাচলেছে নকুরিজীবী জীবনে অনেক চাকরি পেয়েছিলেন কিন্তু তিনি সেন্ট্রাল ব্যাংকের চাকরি বেছে নেন । বর্তমান সময়ে আদিবাসী সাহিত্য চর্চা নিয়ে কাজ করে চলেছেন রবিলালা টুডু ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct