আপনজন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ। নিষেধ তাতে কি? লুকিয়ে বহু জায়গাতেই চলে মদের কালোবাজারি। কিন্তু মদ সেবন করতে গিয়েই ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। সে রাজ্যে বিষাক্ত মদ সেবনের কারণে মৃত্যুর সংখ্যা ২১ পৌঁছেছে বলেই জানানো হয়েছে। তবে শুধু মৃত্যু নয় ৩০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিও রয়েছেন।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গুজরাতের বোটাদ জেলায় অবৈধ বিষাক্ত মদ খাওয়ার কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন। বোটাদ জেলার পুলিশ কন্ট্রোল রুম নিশ্চিত করেছে ওই জেলা থেকে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহমেদাবাদ জেলার ধন্ধুকা তালুকের পাঁচজন সোমবার চিকিৎসা চলাকালীন মারা গিয়েছেন। সেই সঙ্গেই বিষ মদ খেয়ে প্রায় ৩০ জন এখনও ভাবনগর, বোটাদ, বারওয়ালা এবং ধুন্ধুকার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুজরাটের পুলিশের ডিজিপি আশিস ভাটিয়া আগেই বলেছিলেন যে, পুলিশ বোটাদ জেলা থেকে তিনজনকে আটক করেছে। যারা নকল দেশীয় মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত ছিল।উল্লেখ্য, গুজরাটে বিষ মদের বিষয়টি প্রকাশ্যে আসে যখন বারওয়ালা তালুকের রোজিদ গ্রামে এবং অন্যান্য আশেপাশের গ্রামে বসবাসকারী কিছু লোকের অবস্থার অবনতি শুরু করে। বিষ মদ খেয়ে অসুস্থদের বারওয়ালা এবং বোটাদ শহরের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। ভাবনগর রেঞ্জ আইজিপি অশোক কুমার যাদব বলেছেন, ঘটনার তদন্তের জন্য এবং নকল মদ বিক্রিকারীদের ধরতে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ র্যাঙ্কের অফিসারের অধীনে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct