নাজিম আক্তার, চাঁচল, আপনজন: সরকারি প্রকল্পে দুর্নীতি বন্ধ করতে, জল নিকাশি ব্যবস্থা, এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ডাষ্টবিন, পুকুরে গার্ডওয়াল নির্মাণ ও এম.জি.এন.আর.ই.জি.এস প্রকল্পে ১০০ দিনের পরিবর্তে ২০০ দিন সমেত বকেয়া মজুরি প্রদান সহ মোট ২২ দফা দাবিতে স্মারকলিপি জমা দিল বামেদের ক্ষেতমজুর সংগঠন। সোমবার চাঁচল গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় তাদের তরফ। অভিযোগ, ১০০ দিনের কাজে লাগামহীন দুর্নীতি করেই চলছে তৃণমূল পরিচালিত চাঁচল গ্রাম পঞ্চায়েত। এমনকি আবাস যোজনর উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নিচ্ছে শাসকদলের পঞ্চায়েত সদস্যরা। সেই সব দুর্নীতি বন্ধ করতে বামেদের এই কর্মসূচি। তবে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান আজমেরী খাতুন। এদিনের কর্মসূচির নেতৃত্বে ছিলেন চাঁচল এরিয়া কমিটির সদস্য অনিমেষ বসাক,হারুন অল রশিদ ও মনোয়ারুল আলমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct