নিজস্ব প্রতিবেদক, হলদিয়া, আপনজন: সাধারণ মানুষের সামনে একটি বিকল্প রাজনীতির দিশা দিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ বদ্ধপরিকর। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তথা সামগ্রিকভাবে স্কুল শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অবাধ অনুপ্রবেশ ঘটিয়ে শাসকদল বিদ্যালয়গুলির শিক্ষার মান, পড়াশোনা, শিক্ষক নিয়োগের পদ্ধতিকে কলুষিত করেছে বলে অভিযোগ জানান। তারা সরকারী শিক্ষাব্যবস্থাকে পঙ্গু করার নীল নকশা নিয়ে চলেছে। সোমবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছে কুমারপুরে এই কথা বলেন আইএসএফের শীর্ষ নেতৃবৃন্দ। আসন্ন কুমারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন উপলক্ষে তাঁরা গতকাল কুমারপুরে যান। দলের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য মোহাম্মদ নওশাদ সিদ্দিকী বলেন, মাদ্রাসার উন্নতিসাধনের জন্য আইএসএফ মনোনীত প্রার্থীদের জয়ী করা দরকার। তিনি অভিযোগ করেন, সরকারি মাদ্রাসা হলেও এখানে উন্নয়ন কিছুই হয়নি। পরিকাঠামোগত উন্নয়নের জন্য তিনি মাদ্রাসাকে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। আগামী পঞ্চায়েত নির্বাচনেও আইএসএফকে জয়ী করার আহ্বান জানান তিনি। দলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি বলেন, দুর্নীতিগ্রস্ত শাসকদলকে মসনদ থেকে টেনে নামাতে প্রস্তুত হতে হবে। বিদ্যালয় পরিচালন সমিতির এই নির্বাচন তারই অঙ্গ। মাদ্রাসা পরিচালন সমিতির জন্য মনোনীত ছয়জন প্রার্থীকে তিনি জয়ী করার জন্য আবেদন জানান। এদিন কুমারপুরে আইএসএফের একটি দলীয় কার্যালয়েরও উদ্বোধন করা হয়। জনসভা এবং কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দলের পক্ষে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ও বিধায়ক মহঃ নওসাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, চিদাংশু গোস্বামী, বিক্রম চ্যাটার্জী, আব্দুল বশির সহ আইএসএফ মনোনীত প্রার্থীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct