অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: করোনার সংক্রমণ রোধে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা আবাসিকদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার, জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের তরফে। সেই মতো এদিন বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে চলে আবাসিকদের করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার কাজ। জানা গিয়েছে, এই মুহূর্তে বালুরঘাট কেন্দ্রিয় সংশোধনাগারের ৮০৩ জন আবাসিক বুস্টার-ডোজ নেবার বিষয়ে উপযুক্ত। এ বিষয়ে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার এর সুপারিনটেনডেন্ট নবীন কুজুর জানান, এর আগে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে আবাসিকদের করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন হয়েছিল। এই মুহূর্তে ৮০৩ জন বুস্টার ডোজ নেবেন। তাদের কে আজ বুস্টার ডোজ দেয়া হচ্ছে। আমরা সকলকেই আছি এই ডোজ দেবার বিষয় লক্ষ্যমাত্রা দেখেছি। যদি সকলের এই টিকাকরণ সম্পূর্ণ না হয়, যারা বাকি থাকবেন আগামীতে তাদেরকেও এই টিকা দেয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct