সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: সাম্প্রতিক সময়কালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নজিরবিহীন নির্দেশ সাধারণ চাকরিপ্রার্থীদের কাছে নুতন দিগন্ত হিসাবে পরিচিত পাচ্ছে। সোমবারও তার ব্যতিক্রম ঘটলো না। এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি পর্বে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই রাজ্যে এই মুহূর্তে শিক্ষকতার চাকরিতে ঠিক কত শূন্যপদ রয়েছে? তা ২৯ জুলাইয়ের মধ্যে রাজ্য সরকার কে জানাতে হবে। এদিন কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলার শুনানি চলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে । সাধারণ চাকরিপ্রার্থীরা দ্রুত এবং স্বচ্ছভাবে নিয়োগ চাইছে। সকলের দাবি তাঁরা যোগ্য প্রার্থী তবে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে বলে অভিযোগ । সেই নিয়োগ নিয়েই এদিন বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয়, ‘২৯ জুলাইয়ের মধ্যে শুন্যপদ নিয়ে জানাতে হবে রাজ্যের শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে’। গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতার জন্য আদালতে বিবেচনাধীন রয়েছে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা। সেজন্য অনেকের চাকরি হচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যম এই খবর জেনেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। এই প্রেক্ষিতেই তিনি এই বিষয়ে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করার নির্দেশ দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল । আদৌ আদালতের কোনও নিষেধাজ্ঞা রয়েছে কিনা? কিংবা থাকলেও তা কোথায় রয়েছে? সেই তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে রাজ্যকে। রাজ্য সরকারের হাইমাদ্রাসাং ও লাইব্রেরিতে কত শূন্য পদ সেই তথ্যও তলব করেছে আদালত। আগামী ২৯ জুলাইয়ের মধ্যেই এই তথ্য চাওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় খতিয়ে দেখবে যে সব নিষেধাজ্ঞা দূর করে যাতে অবিলম্বে এই শূন্যপদে চাকরি দেওয়া যায় কিনা। এদিন তাই রাজ্যের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের তালিকা চেয়ে পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি এজলাশে মামলার শুনানি পর্বে জানান, দু-তিন দিনের মধ্যে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক, হাই মাদ্রাসা এবং উচ্চমাধ্যমিক স্তরে শূন্য পদের তালিকা তাঁর কাছে জমা দিতে হবে। সোমবার এই মর্মে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তিনি নির্দেশ দিয়েছেন, ২৯ জুলাইয়ের মধ্যে ওই শূন্যপদের তালিকা তাঁকে দিতে হবে। বিচারপতি জানতে চান বেকারদের জন্য কত পদ খালি রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct