নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: 'এবছরই রাজ্যে ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। আর তা চলবে ২ দিন। সারা রাত।' সোমবার 'বঙ্গ বিভূষণ' সম্মান অনুষ্ঠানে এই ঘোষণাই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, 'এবার আমরা বাংলায় ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল করব। এরজন্য আমি শানুদাকে আগে থেকেই বলে রাখছি। সেই ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালে ২ দিন সারারাত অনুষ্ঠান হবে। বিদেশ থেকে শিল্পীদের ডাকব। সেখানে ইন্ডিয়া ও বাংলার শিল্পীরাও থাকবে। ডিসেম্বরে রেড রোডে অনুষ্ঠান হবে। আমরা দুর্গাপুজোতেও করি।' অন্যদিকে এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে মমতা এও বলেন, '২০১১ সালে ক্ষমতায় আসার পর বলেছিলাম দিল্লিতে পদ্মভূষণ, পদ্মবিভূষণ আছে। বাংলায় কেন হবে না? এরপর থেকে আমরা বাংলায় বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ শুরু করি।' অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, বিজ্ঞানী বিকাশ সিনহাকে পেয়েছি বলে গর্বিত। নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করা হয়েছে। কুমার শানু, অভিজিৎ, জিৎকে সম্মানিত করতে পেরে গর্বিত। এছাড়াও জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য ও প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করার কথাও জানিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct