সলমন হেলাল, কলকাতা, আপনজন: ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী সভা। সম্মেলনের অঙ্গ হিসেবে দুই দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিল অভিনবত্বের ছোঁয়া। চারাগাছে জল দিয়ে সম্মেলনের শুভ সূচনা করেন সন্মানীয় অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ সুহৃতা পাল,স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা ডাঃ দেবাশিস ভট্টাচার্য,স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ নিয়োগী,বিশেষ সচিব দেবল কুমার ঘোষ,যুগ্ম সচিব অমিতাভ দত্ত,ডেপুটি সেক্রেটারি ডাঃ সোমেন বাগচী , সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশিস হালদার,ডাঃ রাজীব কুমার চুগ,ডাঃ পুনীত গির্ধর,ডাঃ অশোক ধোবলে,ডাঃ শুভ্র নন্দী,ডাঃ রাজু বিশ্বাস,ডাঃ পরিমল মন্ডল,ডাঃ মৌসুম মন্ডল, ডাঃ সুদর্শনা, ডাঃ নুরুল হাসান এবং আরও অনেকে। দেশ-বিদেশের প্রতিথযশা দন্ত-চিকিৎসকদের অনেকেই বিশেষ বক্তা হিসেবে অংশগ্রহণ করেন এই সমাবেশে। দ্বিবার্ষিক সম্মেলনের স্মারক পত্রিকাও প্রকাশিত হয় উক্ত অনুষ্ঠানে। সম্মেলনের সম্পাদক ও আই ডি এ রাজ্য সম্পাদক ডাঃ রাজু বিশ্বাস জানান,”করোনা পরিস্থিতির কারণে বিগত দু’বছর বার্ষিক সম্মেলন করা সম্ভব হয়নি। দীর্ঘদিন পর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবার মিলিত হতে পেরেছি। অংশগ্রহণকারী সকল চিকিৎসকদের জানাই ধন্যবাদ। “অর্গানাইজিং-সেক্রেটারি ডাঃ মৌসুম মন্ডল বলেন,”ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই অক্লান্ত পরিশ্রম করে চলেছে, দন্ত-চিকিৎসাকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। করোনা আবহের মধ্যেও আমরা থেমে থাকিনি। এই সম্মেলন আই ডি এর সারা বছরের কর্মসূচির একটা অংশ।” সায়েন্টিফিক সেমিনার কনভেনর ডাঃ সুদর্শনা মুখার্জী জানান,”হাজারেরও বেশি দন্ত-চিকিৎসক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আশা করি, আলোচনা সভা ও সেমিনারের মাধ্যমে সাধারন মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct