বাবলু প্রমাণিক, গোসাবা, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ,পাথরপ্রতিমা ,গঙ্গাসাগরে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা বসিয়ে সুন্দরবনকে রক্ষা করার জন্য এগিয়ে এলেন সুন্দরবনের বাসিন্দারা গ্রামের মহিলারা । নদী বাঁধ , ভূমিক্ষয় রোধ করতে ও বিশ্ব উষ্ণায়নের বার্তা দিয়ে বৃক্ষরোপণ করলেন যুগ্ন সমষ্টি উন্নয়ন আধিকারিক দের সংগঠনের পক্ষ থেকে। তাই দিনে দিনে বিশ্ব উষ্ণায়ন অনেক বেড়ে যাচ্ছে। ফলে আস্তে আস্তে সুন্দরবন অঞ্চল জলের তলায় তলিয়ে যাওয়ার পথে। আর এই বিপর্যয় থেকে একমাত্র মুক্তি দিতে পারে অরণ্য। তাই আজকে দিনে অরণ্য সপ্তাহ কে মাথায় রেখেই বৃক্ষরোপণ কর্মসূচি। উপলক্ষে গরান ,গেয়া, হেতাল ,সুন্দরী ,কেওড়া বান ম্যানগ্রোভ চারা লাগানো হলো। 30 টার বেশি নার্সারিতে এই চারা রক্ষণাবেক্ষণে দায়িত্ব দেওয়া হয় গ্রামের মহিলাদের। সুন্দরবনের প্রকৃত বন্ধু হচ্ছে ম্যানগ্রোভ। তাই ম্যান গ্রুপ কে রক্ষা করতে এগিয়ে গেলেন সুন্দরবনের মহিলারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct