নাজিম আক্তার, চাঁচল, আপনজন: বৃষ্টির জলে থৈ থৈ করছে চতুর্দিক। উঠে গেছে পিচের আস্তরণ। কোথাও আবার ছোট মাঝারি গর্ত সৃষ্টি হয়েছে।যার জেরে প্রতিনিয়ত নাকাল হয়ে পড়ছে নিত্যযাত্রীরা।রবিবার সামান্য বৃষ্টির জেরে রাস্তা নিল পুকুরের আকার।চোখের সামনে রাস্তার বেহাল দৃশ্য দেখে থেমে থাকত পারলো না বাসিন্দারা।সরব হয়ে পথে নামলো শতাধিক বাসিন্দারা।বাঁশের ব্যারিকেড লাগিয়ে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকাবাসী।রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-২ নং ব্লক এলাকার ভাকরি পঞ্চায়েত দপ্তরের মূল ফটকের ঘটনা।প্রায় ১ ঘন্টা ধরে চলে বিক্ষোভ।চলে অবরোধ,যার জেরে আটকে পড়ে ছোটো বড়ো যানবাহন গুলি। জানা গেছে,দূর্গাবাড়ী মোড় থেকে সাহুরগাছি প্রায় ২ কিমি পূর্ত দফতরের সড়কটি সংস্কারের অভাবে ভেঙে চুরমার হয়েছে। তৈরী হয়েছে বড়বড় গর্ত।বর্ষা হোক বা খড়া সবসময় রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে দাড়িয়েছে।রাস্তা বেহাল থাকাই হামেশাই ঘটছে দুর্ঘটনা। রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী একাধিক বার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েছে।তবুও কাজ অধরা। এমনকি কয়েকবার বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবী।ফলস্বরুপ শুধু মিলেছে ভুরভুরি আশ্বাস।ফের রবিবার একই পথ বেছে নিল এলাকাবাসী। বিক্ষোভকারী সয়েল আলী অভিযোগ করে বলেন,রাস্তা নির্মাণের পরেই দুবছর বাদে ভেঙে চুরমার হয়েছে।বড় বড় গর্ত তৈরী হয়ে রাস্তায় ছোটো ছোটো পুকুরের রুপ ধারনা করেছে।
প্রাণের ঝুঁকি নিয়ে টোটোতে চলাচল করে যাত্রীরা।শুধু তাই নয়,ছোটো রাস্তা দিয়ে পণ্যবাহী লরি গুলি চলাচল করে রাস্তা ভেঙে দিয়েছে।প্রায় সাতবছর ধরে সংস্কারের নাম গন্ধ পর্যন্ত নেই।সংস্কার না হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামব। এক পথচারী জ্যোতির্ময় প্রামাণিক বলেন,মানিকনগর-সাহুরগাছি,নয়াটোলার রাস্তা যেন চষা ক্ষেত।আকাশ থেকে দেখলে মনে হবে পুকুর খনন করা হয়েছে।আপাতত রাস্তার জমা জলে মাছ চাষ করার উপযোগী হয়ে উঠেছে।এ দৃশ্য কয়েকবছরের।চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছে।আমি সম্মুখীন হয়েছি।প্রশাসন দেখেও না দেখার ভান করছে।দ্রুত সংস্কার হোক রাস্তা,এটাই দাবি। চাঁচল-২ নং ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস জানিয়েছেন,রাস্তাটি সংস্কারের জন্য পূর্ত দফতরের সাথে আলোচনা হয়েছে। বর্ষার মধ্যেই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য,চাঁচল সদরের আসার জন্য গৌরহন্ড,ক্ষেমপুর,ধানগারা সহ ভাকরি পঞ্চায়েতে এলাকার লক্ষাধিক বাসিন্দার মূল পথ এটি।বিক্ষোভের আঁচে প্রশাসনের আশ্বাস মিলেছে সংস্কারের।কবে হবে শুরু হবে কাজ,সেই অপেক্ষায় রইল পথ চলতি মানুষ ও বাসিন্দারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct