সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায় এর এসএসকেএমে ভর্তি হওয়া নিয়ে হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি রেখেছিল ইডি।সেই আর্জিতে সাড়া দিয়ে রবিবার বিকেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে এই মামলার শুনানি চলে। এই খবর লেখা অবধি কোন নির্দেশ জারি করেনি আদালত। তবে এদিন বিকেলে শুনানি পর্বে সওয়াল-জবাব পর্বে দু তরফে বেশ কিছু প্রশ্নোত্তর পর্ব চলে।চিকিত্সার নামে দুর্নীতি ধামাচাপা দিতে চাইছে এসএসকেএম হাসপাতাল। এদিন বিকেলে কলকাতা হাইকোর্টে অভিযোগ করল ইডি। ইডি-র আইনজীবী এদিন জানিয়েছেন, -' এসএসকেএম হাসপাতালের তরফে ইডি-র সঙ্গে কোনওরকম সহযোগিতা করা হচ্ছে না'। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের এসএসকেএম থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে ইডি। কেন নিম্ন আদালত এসএসকেএমে পাঠানোর নির্দেশ দিল? নিম্ন আদালতের সেই রায়ে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে মামলার আর্জি জানায় ইডি। জরুরি ভিত্তিতে রবিবার বিকেলেই সেই মামলা শুনানি চলে বিচারপতি বিবেক চৌধুরীরর বেঞ্চ। এদিন হাইকোর্টে শুনানি চলাকালে ইডির আইনজীবী এমভি রাজু বলেন, - ' হাইকোর্টের নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করা হচ্ছে। জোকা ইএসআই হাসপাতাল পার্থ চট্টোপাধ্যায়কে 'ফিট' সার্টিফিকেট দিয়েছে। তার পরেও কেন এসএসকেএম হাসপাতালেই যেতে হল রাজ্যের মন্ত্রীকে? এই প্রশ্নে সরব ইডি। এদিন ইডির আইনজীবী আরও বলেছেন, -' চিকিত্সার নামে আসলে দুর্নীতিকেই ধামাচাপা দিচ্ছে এই হাসপাতাল। ইডির অফিসারদেরও হুমকি দেওয়া হচ্ছে। কোনওভাবেই কেন্দ্রীয় এজেন্সিকে সহযোগিতা করা হচ্ছে না '। অভিযুক্ত প্রভাবশালী বলেই এমনটা করা হচ্ছে বলে এদিন আদালতে জানিয়েছে ইডি।আদালতে ইডির আইনজীবী এদিন বলেন, -' ইডির হেফাজত এড়ানোর উদ্দেশ্যেই অসুস্থতার 'নাটক' করছেন পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ একটি হাসপাতালকে 'ম্যানেজ' করার চেষ্টা চলছে। এসএসকেএমে ঢুকে 'ডনের মতো আচরণ' করছেন পার্থ চট্টোপাধ্যায়'।
অন্য হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্সার জন্য জোর সওয়াল করেছেন ইডি।অসুস্থ হয়ে আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন পার্থ চট্টোপাধ্যায়। আর এতেই ইডির আপত্তি। কারণ তারা চাইছে তাকে কমান্ড হাসপাতালে নিয়ে চিকিত্সা করাতে। এই নিয়ে আদালতে আবেদনও জানায় তারা। জরুরি ভিত্তিতে সেই শুনানি হল এদিন।এদিন ইডির আইনজীবী বলেন -' প্রকৃত শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় নির্দেশেই তদন্ত হচ্ছে।২১ কোটির বেশি টাকা ২০ টি মোবাইল উদ্ধার হয়েছে'। নিম্ন আদালতে জামিন বাতিল হয়েছে।আজ অর্থাৎ সোমবার ফের হাজিরার নির্দেশ। 'এই নির্দেশের পর এসএসকেএম হসপিটালে যাওয়ার অর্ডার হয় আমাদের কথা না শুনে। তাকে ইএসআই আগেই ফিট সার্টিফিকেট দিয়েছে, তাহলে নির্দিষ্ট একটা হসপিটালে কেন?'ইডির পক্ষ থেকে এদিন আরও বলা হয় -' এই হসপিটাল চিকিত্সার নামে স্ক্যামকে ধামা চাপা দিতে চাইছে। ইডি অফিসারদের হাসপাতালে হুমকি দেওয়া হচ্ছে। হাসপাতাল সহযোগিতা করছে না ইডির সাথে'। জোকা ইএসআইয়ে এর রিপোর্ট জমা করল ইডি । যাতে বলা আছে তিনি সম্পূর্ন ফিট। নিম্ন আদালত বলতে পারেনা কোন হসপিটালে নিয়ে যাবে? এভাবেই এদিন জোর সওয়াল ইডির আইনজীবীর।এই খবর লেখা অবধি কোন নির্দেশ জারি করেনি আদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct