আপনজন ডেস্ক: মধ্য ইউক্রেনে রুশ বাহিনী ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের আঞ্চলিক গভর্নর। ঐ স্থানীয় গভর্নর জানান, ১৩টি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের মধ্য কিরোভরাদ অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটি ও রেলওয়ে স্থাপনায় আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। শনিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গভর্নর আন্দ্রিয়ে রাইকোভিচ টেলিগ্রাম পোস্টে লিখেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারঅভিযান চালাচ্ছে। এই হামলার ফলে ক্রোপিভনিতস্কি অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরবর্তীতে এই গভর্নর জানান, হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct