পৃথিবী বদলে গেছে
মাহতাব উদ্দিন
দুখের মরুতে তৃষ্ণার্ত কাকের ওড়াউড়ি
তপ্ত বালুকার কাছে তৃষ্ণা মেটানোর ব্যর্থ আর্জি
সগর্ভা জলধির বেলাভূমিতে নদীরা লজ্জার জল ঢালে
অন্ধের থালায় নিঃস্বের কয়েনের ঝনঝনানি
বিত্তের মাংস আসে আকণ্ঠভরা ডিপফ্রিজে
তেলা মাথায় চলে বিশুদ্ধ তোষামোদি তেল
লুন্ঠিতের দল জীর্ণ ঘরের দরজা ভাঙে নিশিরাতে
ছিঁচকেচোরের মুক্তি নেই; পৃষ্ঠে চলে পাশবিক শক্তির মহরা
চৌর্যবৃত্তির হম্বিতম্বিতে নাকাল খড়কুটোয় আটকা প্রাণ
বিষন্ন গগনে মেঘবালিকারা হায়েনার ছোবলে বিদীর্ণ
শুকনো টিনের চালে নাচানাচি করে না ফুলপরি বৃষ্টিরা
অবলা নিসর্গের অনিয়ত আচরণে সন্ধিগ্ধ হতাশারা
মনের বেলকনিতে টুনটুনিটা সহসা বলে ওঠে-
উল্টোরথে চড়ো, পৃথিবী বদলে গেছে, শোননি বুঝি!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct