শান্তি জল
কেতকী মির্জা
শান্তি জল দিও চাঁদ
শান্তি জল দিও
দু:খ-কষ্ট আর্তনাদ
আর যত বোবা ক্রোধ
জমা দিলাম এই মাটিতে,
আরও কোন দু:সময়ে নিও।
জীর্ণ আলো আর শীর্ণ নিশি
নুয়ে পড়া চোখের পাতায় রুগ্ন বৃষ্টি
হয়তো এইভাবে রয়ে গেল, যাবে আজন্ম
যদিও আমূল বদলে যাবে পরিচয়, ধর্ম-কর্ম।
নেই তো কোথাও আর রোদের নাগাল
থমথমে কুয়াশায় ঢাকা যতদূর চোখ টানে এই চরাচর
ভেতরে শায়িত সময় যেন যত্ন-ক্লিষ্ট নিমীলিত নেত্র
কবেই তো ভেঙে গেছে ভেতরের সব আখ্যান ক্ষেত্র।
শান্তি জল দিও চাঁদ
এক বারিধি শান্তি জল
ছড়াতে ছড়াতে যাব পদব্রজে সমগ্র গরলপুর
শিরস্ত্রানে জড়িয়ে শঙ্খের নীল চূড়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct