মানবতা
সীমা ইসলাম
শিক্ষক হলেন জ্ঞানের প্রদীপ
অজ্ঞতার ঐ আলো,
জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে সে
দূর করে সব কালো।
সুশিক্ষায় আজ ধুণ ধরেছে
দেখছি দেশের মাঝে,
আদব কায়দা ভুলে ছাত্র
কর্ম করছে বাজে।
পাল্টে গেল যুগ- জামানা
এ কি হলো শুরু,
ভাবতে আমার অবাক লাগে
ছাত্র মারে গুরু।
শিক্ষা গুরুর মান - মর্যাদা
পিতা মাতার পরে
অসভ্য সব ছাত্রগুলো
ক্যামনে এসব করে।
দেশের মাঝে এমন খরব
শুনে লাজে মরি,
করুণ চিত্র তুলে ধরতে
কলম হাতে ধরি।
মনবতা-- কোথায় গেল
প্রশ্ন জাগে মনে,
জেগে উঠুন বিবেকধারী
নৈতিকতার সনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct