আপনজন ডেস্ক: বিশ্বের উচ্চতম স্হাপনা বলতে বোঝায় দুবাইয়ের বুর্জ খলিফা কিংবা চীনের সাংহাই টাওয়ারের কথা। কিন্তু পাঠক কল্পনার এসব চিত্র এখন বদলে দিতে যাচ্ছে জাপান। বুর্জ খলিফাকে হার মানিয়ে মাথা উঁচু করে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করতে যাচ্ছে জাপান। রাজধানী টোকিওতে নির্মাণ হতে যাওয়া এই ভবনের নাম ‘স্কাই মাইল টাওয়ার’। এর উচ্চতা ১ হাজার ৭০০ মিটার বা ৫ হাজার ৫৭৭ ফুট যা, বুর্জ খলিফাকে অতিক্রম করে যাবে। কারণ বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। বিশ্বের অন্যতম স্থাপত্য নির্মাণ সংস্থা কোহন পেডেরসেন ফক্স অ্যাসোসিয়েটস এই ‘স্কাই মাইল টাওয়ার’ তৈরি করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct