সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রাজ্যের শাসক দলের একুশে জুলাইয়ের সমাবেশের পরেই বামেদের ডাকে ‘ঐতিহাসিক’ সমাবেশ অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার জলঙ্গী কলেজ ময়দানে রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিমের উপস্থিতি। রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম বলেন, স্টেজে উঠে প্রথমেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। মুখ্যমন্ত্রীর নাম না করে তৃণমলের সমালোচনা করে তিনি বলেন, তৃণমূলের গোটা দলটাই চোর ডাকাত। মাসি ভাইপো সকলেই যুক্ত এই দুর্নীতির সঙ্গে। সেলিম আরো বলেন, এঘাট ওঘাট হয়ে সবই কালীঘাটে গিয়ে পৌঁছায়। আর যখন বেশি কেন্দ্রীয় তদন্ত সংস্থা নেতা মন্ত্রীদের ডাকেন তখন দিদি দিল্লি গিয়ে দাদার সঙ্গে কথা বলে সব চুপ করে দেন।এবং শুধু মন্ত্রীদের আত্মীয়দের বাড়ি নয় মন্ত্রীদের বাড়ি তল্লাশি করলে আরো বিপুল পরিমাণে অর্থ উদ্ধার হবে।
তিনি আনিস হত্যা নিয়েও বলেন যে সব রাজ্য সরকারের ইচ্ছায় হচ্ছে, আমরা আমাদের দল আনিসের পরিবারের পাশে আছে থাকবে। শুধু মন্ত্রীদের কেন্দ্রীয় তদন্ত সংস্থা দের পঞ্চায়েত লেবেলে এসেও তদন্ত শুরু করলেন গোটা দলটাই জেলে চলে যাবে। রাজ্য কমিটির সদস্য সুশান্ত ঘোষ নাম না করে তৃণমূল নেতাদের শয়তান ও ডাকাতের সঙ্গে তুলনা করে বলেন, চোরেরা চুরি করে ধরা পড়লে লজ্জায় মুখ দেখায় না, আর এরা ডাকাত এদের কোনো লজ্জা নেই। তার বক্তবের মধ্যে রাজ্যর মন্ত্রী পার্থকেও আক্রমণ করে বলেন তার পোষা কুকুরের জন্য শীততাপ যুক্ত বিল্ডিং সহ কর্মচারী নিয়োগ করতে হয়। তারই আত্মীয়র বাড়িতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা হানা দিয়ে বিপুল পরিমাণে অর্থ উদ্ধার হয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে করব, লড়বো জিতব বলে আহ্বান করেন। তিনি আরো বলে, যা উন্নয়ন হয়েছে বাম আমলে তার পরে শুধু সাদা আর নীল রঙের উন্নয়ন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। তাই পঞ্চায়েত নির্বাচনে বামেদেরে ভোট দেওয়ার আহ্বান জানান সেলিম। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক, জেলা কমিটির সদস্য সহ ব্লকের বিভিন্ন এরিয়া কমিটির সম্পাদক থেকে ছাত্র ও যুব নেতারা ও কর্মী সমর্থকগণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct