আপনজন ডেস্ক: ইসরায়েলের তেল আভিভ থেকে ২৫ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলের কারমি ইওসেফ এলাকার সুইমিংপুলে সাঁতার কাটার সময় গর্ত তৈরি হয়ে নিমেষেই মাটির নিচে চলে যায় সব জল।তাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাণ হারানো ৩২ বছর বয়সী ওই ব্যক্তি কম্পানিটির কর্মচারী ছিলেন। কর্মচারীর মৃত্যুর ঘটনায় মালিকপক্ষের দুজনকে আটক করেছে পুলিশ। অবহেলাজনিত কারণে কর্মচারীর মৃত্যু হওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। চার ঘণ্টার চেষ্টায় উদ্ধারকারী দল তার কাছে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু ৪৩ ফুট গভীরে আটকা পড়ার কারণে তার প্রাণ চলে যায়। আরেকজন সিঙ্ক হোলে পড়েছিলেন। তবে সামান্য আহত হলেও তিনি বের হতে পেরেছেন। দুর্ঘটনার সময় সেখানে অন্তত ৫০ জন উপস্থিত ছিলেন। তবে সুইমিংপুলে ৬জন ছিলেন।তাদের মধ্যে দুজন সিঙ্ক হোলে পড়ে যান। একজনের মৃত্যু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct