নিজম্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পদ্মার জল গঙ্গার পানি ভরা থাক হৃদয় খানি।উদ্বোধন হয়েছে পদ্মা সেতু।ওপারের সঙ্গে সহজেই গড়ে উঠেছে সাংস্কৃতিক মেলবন্ধন।বাড়ছে আনন্দ ভ্রমণ। সম্প্রতি পদ্মা-গঙ্গা উৎসব অনুষ্ঠিত হল আলিপুর জেলা পরিষদ কনফারেন্স হলে। ডায়মন্ড হারবার প্রেস ক্লাব ও আলিপুর প্রেস কর্ণারের যৌথ উদ্যোগে উৎসবের সূচনা হয়।উদ্বোধন করেন স্টেটস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ সোমা বন্দ্যোপাধ্যায় এবং ভারত সরকারের তথ্য দফতর ভুক্ত সাহিত্য আকাদেমির আঞ্চলিক সচিব দেবেন্দ্র কুমার দেবেশ। তাঁরা দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সাকিল আহমেদ সম্পাদিত রুমাল নিয়ে কবিতা ও ছড়া সংকলন ‘রুমালজীবী’এবং ‘মিষ্টি প্রেমের বৃষ্টির কবিতা’। ক্যান্সার ও লিউকমিয়া নিয়ে গবেষণায় সংবর্ধনা প্রদান করা হয় গবেষক স্বপন ঘোড়ুইকে। ছায়ানট পুরস্কার পান বিশিষ্ট দুই কবি ও গবেষক অধ্যাপক ড, দেবাশিস অধিকারী ও পার্থসারথী গায়েন। বাংলাদেশ থেকে সম্মানিত হন কবি লুৎফর চৌধুরী, কবি শাহীন রেজা, সংগীত শিল্পী অপর্ণা খান ও নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার সাইফুর রহমান জুয়েল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct