সন্ন্যাসী কাউরী, পাঁশকুড়া, আপনজন: খেলাধূলার প্রতি আগ্ৰহ বাড়াতে ও ক্রীড়া চর্চার প্রসার ঘটাতে একমাস ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল জাহান -ই -চিস্টি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার পাঁশকুড়া ব্লকের মাইশোরা ফুটবল ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা। প্রতিযোগিতার শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে পায়েল সামন্ত, মনিকা ভূঞ্যা । অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা, শিক্ষক দেবাশীষ পাল, প্রবীণ শিক্ষক শীতলচন্দ্র মাইতি সহ অন্যান্য ব্যাক্তিত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সেক রাসিবুল আলি, সভাপতি সেক সেরাজুল হকউদ্দিন , শিক্ষক সুরজিত দত্ত, শ্রীদাম পাত্র সহ অন্যান্যরা। পাঁশকুড়া ব্লকের মাইশোরা অঞ্চলে বেশ কয়েকজন যুবককে নিয়ে ২০১৪ সালে গড়ে ওঠে এই স্বচ্ছাসেবী সংস্থাটি। তারপর থেকেই ধারাবাহিক ভাবে নানান সামাজিক, সাংস্কৃতিক, ও সেবামূলক কাজকর্ম করে চলেছে সংস্থার সদস্যরা। নবীন প্রজন্মকে মাঠমুখী করার লক্ষ্যেই বিগত কয়েক বছর ধরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে উদ্যোক্তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct