আপনজন ডেস্ক: মসজিদকে শুধু প্রার্থনা স্থল হিসেবে এবার, মসজিদ চত্বর মানুষের সেবায় ব্যবহার করার জন্য এগিয়ে এলেন মসজিদ পরিচালন কমিটির লোকজন। হায়দ্রাবাদের একটি মসজিদ একটি পূর্ণাঙ্গ হেমোডায়ালাইসিস ইউনিট প্রতিষ্ঠার জন্য মসজিদ চত্বরের বিস্তীর্ণ অংশ ছেড়ে দিয়েছে, যেখানে মানুষ রোজ বিনামূল্যে পরিষেবা নিতে আসছেন। হাযদরাবাদের লঙ্গর হউজ এলাকায় অবস্থিত মসজিদ-ই-মোহাম্মদিয়াতে এখন একটি অত্যাধুনিক বিনামূল্যে ডায়ালিসিস সেন্টার স্থাপন করা রয়েছে যেখানে জাতি ও ধর্ম নির্বিশেষে সমাজের দুর্বল অংশের মানুষজন বিনামূ্ল্যে চিকিৎসা পরিবেষবা পাচ্ছেন। মসজিদ-ই-মোহাম্মদিয়ায় দুস্থদের জন্য স্বাস্থ্য পরিষেবা দিতে এগিয়ে এসেছে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা হায়দরাবাদের হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন এবং আমেরিকা ভিত্তিক অনাবাসী ভারতীয়দের স্বেচ্ছাসেবী সংস্থা ‘সিড’। স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত এই ডায়ালিসি কেন্দ্রে পাঁচটি সর্বশেষ ফ্রেসেনিয়াস ব্র্যান্ড মেশিন রয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে আরও পাঁচটি মেশিন কেনা হবে বলে পরিচালন কর্তৃপক্ষ জানিয়েছেন। একেবারে একটি কর্পোরেট হাসপাতালের মতো ডিজাইন করা সোয়াঙ্কি সেন্টারটিতে ডায়ালিসিস রোগীদের জন্য একটি পৃথক বিভাগ রয়েছে। সেই সঙ্গে উচ্চ মানের সরঞ্জাম, ক্লিনিকাল যত্নের পাশাপাশি অনসাইট জরুরি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সুসজ্জিত। এই কেন্দ্রটির প্রধান পরামর্শদাতা বিশিষ্ট নেফ্রোলজিস্ট এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন ডা. শোয়েব আলি খান। মূলত তারই চিকিৎসা তত্ত্বাবধানে এই ইউনিটটি পরিচালিত হচ্ছে। এ ব্যাপারে সিড-এর কর্ণধার মাজহার হুসেইনি বলেন, এখানে একজন চিকিৎসক, এএনএম, ডায়ালিসিস টেকনিশিয়ান সহ অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে। ইউনিটের প্রাথমিক সেটআপের জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন দ্বারা পরিচালনা খরচ বহন করবে। গরিব মানুষরা বিনামূল্যে ডায়ালিসিসের জন্য নির্দিষ্ট ফোনে নিবন্ধন করতে পারবেন। হায়দরাবাদের মোহাম্মদিয়া মসজিদ প্রার্থনা স্থল হিসেবে পরিচিত হলেও এখন গরিব মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার অন্যতম কেন্দ্র হয়ে উঠছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct