সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ব্যাংকশাল আদালত। শুক্রবার সকাল থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা ইডির টানা জেরা ও তল্লাশি চলাকালীনই পার্থ বার দুয়েক অসুস্থ বোধ করেছিলেন। শনিবার আদালতে তাঁর আইনজীবী সেই বিষয়টি জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার আবেদন করেন। আদালত পার্থ বাবুর শারীরিক পরীক্ষা করার জন্য এসএসকেএমে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ওই মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে আগামী সোমবার, তাও জানিয়েছে আদালত। গত শুক্রবার সকাল থেকে রাজ্যের ১৪ টি জায়গায় একযোগে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার রাতে এসএসসি সংক্রান্ত দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধারকৃত বিপুল সম্পত্তি প্রশ্নে তার বাড়িতে হানা দেয় ইডি। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শনিবার সকালে। তারপর তদন্তে অসহযোগিতার জন্য পার্থকে গ্রেফতার করে ইডি। যদিও এদিনই অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করেছে ইডি। শনিবার দুপুরের দিকে ব্যাংকশাল আদালতে পেশ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। র শুনানি-পর্বে ইডি-র তরফে জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের বিরুদ্ধে। এদিন প্রথমে তার ১৪ দিনের হেফাজত চেয়েছিলেন ইডির আইনজীবী। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়-এর আইনজীবী এর বিরোধিতা করেন। তাদের দাবি, ‘আদালতে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইডি। দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত পার্থকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। তবে, আগামী সোমবার সংশ্লিষ্ট আদালতে ( এমপি-এমএলএ) পেশ করা হবে রাজ্যের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়কে। কেননা এই মামলাটির সংশ্লিষ্ট আদালতে পেশ হওয়ার কথা। ওই দিন ওই বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় কে হাজির করানোর নির্দেশ দিয়েছেন ব্যাংকশাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক।
আইন অনুযায়ী রাজ্য বিধানসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলার শুনানি হওয়া উচিত বিধাননগর এমপি-এমএলএ আদালতে। তবে শনিবার এমপি-এমএলএ আদালত বন্ধ থাকায় হেফাজত এবং জামিনের আবেদনের শুনানি হয়নি। আগামী সোমবার এমপি-এমএলএ আদালত খোলার পরেই আবেদনের নিষ্পত্তি হবে। শনিবার ব্যাংকশাল আদালতের বিচারক জানিয়েছেন, ‘এই মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই। তাই এমপি-এমএলএ আদালত না খোলা পর্যন্ত পার্থকে ইডির হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে’। তবে মধ্যবর্তী দু’দিন কী হবে, সে বিষয়ে কোনও নির্দেশ দেননি বিচারক। জানা গেছে, এদিন ইডি-র তরফে আদালতে পেশ করা ছয় পাতার ফরওয়ার্ডিং লেটারে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের ৩ নম্বর ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ এসএসসি দুর্নীতিতে টাকার লেনদেন হয়েছিল এই দাবি ইডির। । ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ২১ কোটি টাকা। সেই টাকা ঘুষের বলে অনুমান করে ইডির লক্ষ্য উৎসর সন্ধান। ইডি সূত্রে প্রকাশ, এই মামলায় একাধিক সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। তাছাড়া সূত্র মারফত তাঁরা জানতে পেরেছেন এই টাকার পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। এছাড়াও জানা গিয়েছে, প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। বেনামে প্রচুর জমি কিনে রাখা হয়েছে। এবং এই সমস্ত টাকাই এসেছে এসএসসি নিয়োগ দুর্নীতি থেকে। এদিন ব্যাংকশাল আদালতে শুনানি পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, মামলার সিজার লিস্ট জমা দেওয়া হয়েছে। সেখানে কিছু জেরক্স কাগজ উদ্ধার হয়েছে। কিন্তু কোনও টাকা উদ্ধার হয়নি। হাইকোর্টের নির্দেশে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় দু’বার হাজিরাও দিয়েছেন। আদালত, সিবিআইকে গ্রেফতার করার ক্ষমতা দেয়নি। তাছাড়া একজন দীর্ঘদিনের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি থেকে ৪-৫ লক্ষ টাকাও উদ্ধার করতে পারেনি। কেন আমার মক্কেলকে পি এম এল এ আইনে জড়ানো হল? ইডি-র এত ইন্টারেস্ট কিসের? আমার মক্কেল একজন বয়স্ক। তাঁকে সারারাত জিজ্ঞাসাবাদ করে ভোর রাতে গ্রেফতার করা হল। কেন্দ্রীয় তদন্তকারীর সিজার লিস্টে কিছু নেই, টাকাও উদ্ধার করা হয়নি। উনি পালিয়ে গিয়েছেন তেমনটাও নয়। ২৪শে মে মামলা রুজু হওয়ার পর একবারও তাঁকে ডাকেনি ইডি। এদিন তাঁকে গ্রেফতার করা হল’। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র বক্তব্য, সিবিআই তদন্ত করছে। আমরাও আর্থিক দুর্নীতি মামলায় তদন্ত করছি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ব্যক্তির যোগাযোগ আছে। অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার নিয়মিত যোগাযোগ রয়েছে।তদন্ত দেখা গিয়েছে এই মামলার কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। সাংবিধানিক ক্ষমতা আমাদের শীর্ষ আদালত দিয়েছেন। তাই আমরা তাঁকে গ্রেফতার করতে পারি’। আগামী সোমবার বিধাননগর আদালতে পেশ করা হবে ধৃত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct